|
|
|
|
ইস্টবেঙ্গলে তিন ঘণ্টার বৈঠক |
চার্চিল ম্যাচের আগে কোচ, ফুটবলারদের সতর্কবার্তা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফেড কাপ ও আইএফএ শিল্ডে ব্যর্থতার জের। আই লিগ শুরুর মুখে কার্যত হলুদ কার্ড দেখানো হল ইস্টবেঙ্গলের কোচ ও ফুটবলারদের।
মঙ্গলবারই আই লিগে সুভাষ ভৌমিকের চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে আই লিগ ফের শুরু করবেন চিডিরা। তার আগে শনিবার সকালে অনুশীলনের পর নজিরবিহীনভাবে কোচ ও ফুটবলারদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার ম্যারাথন বৈঠক করলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ফুটবলারদের সাফ জানিয়ে দেওয়া হল, আরও ভাল পারফর্ম করতে হবে। “ফুটবলারদের আই লিগে ভাল করার জন্য বলেছি। ওরা জানে যে, ইস্টবেঙ্গলই ভারতের সেরা দল। যার প্রমাণ ম্যাচের রেজাল্টেও হওয়া উচিত,” সভা থেকে বেরিয়ে বলছিলেন দেবব্রতবাবু। তিনি বলতে না চাইলেও শোনা যাচ্ছে, চিডি-মোগাদের সতর্ক করা হয়েছে এই বলে যে, যারা ক্লাবের চাপ নিতে পারবে না বা ইস্টবেঙ্গলে শৃঙ্খলা রাখতে পারবে না তাঁরা ক্লাব ছাড়তে পারেন।
সতর্কবার্তা হজম করার দিনে কোচ কোলাসোর চিন্তার তালিকায় দলের ফিটনেস সমস্যা। সুভাষ ভৌমিকের চার্চিল ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আর তার আগে চোট সমস্যায় বিভ্রান্ত লাল হলুদের গোয়ান কোচ। এ দিন আবার চোটের জন্য মাঝপথেই অনুশীলন থেকে বেরিয়ে যান দুই স্ট্রাইকার মোগা আর চিডি। আর্মান্দো বলেন, “আমার হাতে ফুটবলার কম। প্লেয়াররা ক্লান্ত। অনেকে চোটের জন্য ঠিক করে অনুশীলনই করতে পারছে না। চিডি বলল ওকে বিশ্রাম দিতে। মোগা, রবার্টেরও চোট। খুব খারাপ পরিস্থিতি।” চোট না সারায় অনুশীলনে এদিনও আসেননি উগা ওপারা। বহুদিন তিনি মাঠের বাইরে। পিঠের ব্যথার জন্য রাজু গায়কোয়াড়ও অনিশ্চিত। কোলাসো বললেন, “উগা আর রাজু দুজনেই চার্চিল ম্যাচে খেলতে পারবে না। ডাক্তার বলেছেন ওরা খুব তাড়াতাড়িই ফিরে আসবে। গুরবিন্দরও ম্যাচ ফিট নয়। কিন্তু ওকে দলে নিতেই হচ্ছে। আর কোনও উপায় নেই।”
চার্চিল ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গল কোচ এখন থেকেই অঙ্ক কষতে শুরু করেছেন। বললেন, “চার্চিল সদ্য ফেড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। বিশেষ করে ওদের ফরোয়ার্ড লাইন আর মাঝমাঠ যথেষ্ট শক্তিশালী।” আর তাঁর ব্যক্তিগত লক্ষ্য এখন কী? “আমি আই লিগ জেতার চ্যালেঞ্জ নিয়ে এসেছি। শেষ দিন পর্যন্ত চেষ্টা করব। কিন্তু সমর্থকরা না চাইলে মরসুম শেষে ক্লাব ছাড়ব। ইস্টবেঙ্গল তো সমর্থকদের ক্লাব।” কোচের সঙ্গে একমত চিডিও বলেন, “জেতা বা হারা খেলার অঙ্গ। চার্চিল খুবই ভাল দল। ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে ওদের আত্মবিশ্বাস তুঙ্গে। কিন্তু আমাদেরও ঘুরে দাঁড়াতে হবে।” |
|
|
|
|
|