এক ব্যবসায়ীকে চপার দিয়ে কুপিয়ে গয়নাগাঁটি ও নগদ টাকাকড়ি নিয়ে চম্পট দিল তাঁরই গাড়ির চালক। ওই ব্যবসায়ীর কাছে ছিল একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলভার। সেটিও লুঠ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মানব বড়াল। বাড়ি উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। লুঠপাটের আগে মালিককে চপার দিয়ে জখম করে মানব। গুরুতর অবস্থায় ওই ব্যবসায়ীকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নিউ টাউনে।
পুলিশ জানিয়েছে, আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম অনুপ সোম। বিভিন্ন শপিং মলে রকমারি সামগ্রী সরবরাহের ব্যবসা আছে তাঁর। আদতে বাগুইআটির বাসিন্দা হলেও সম্প্রতি নিউ টাউন থানার মহিষগোটে একটি তিনতলা বাড়ি তৈরি করিয়েছেন তিনি। পুলিশ জেনেছে, মূলত ব্যবসার মালপত্র থাকত ওই বাড়িতে। তবে মাঝেমধ্যেই সেখানে যেতেন অনুপবাবু। অন্য দিনের মতো এ দিনও তিনি নিজের গাড়িতে চেপে নিউ টাউনের বাড়িতে যান। অনুপবাবু দরজার তালা খুলে ভিতরে ঢুকে গেলে চালক বাড়ির বাইরে গাড়িতেই বসে ছিল। তদন্তে নেমে পুলিশ জেনেছে, বিকেল চারটে নাগাদ মানব কলিং বেল বাজিয়ে মালিককে ডাকে। অনুপবাবু দরজা খোলার পরে চালকের সঙ্গে তাঁর কিছু কথাবার্তার পরে উভয়ের মধ্যে বাদানুবাদ শুরু হয় বলে পুলিশ জানতে পেরেছে। তবে তার জেরেই মানব তাঁর মালিকের উপরে আক্রমণ চালিয়েছে কি না, এ দিন রাত পর্যন্ত অবশ্য সেই ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। |
স্থানীয় কয়েক জন বাসিন্দা পুলিশকে জানিয়েছেন, মানবকে তাঁরা তির বেগে ওই বাড়ি থেকে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে গাড়ি ছুটিয়ে চলে যেতে দেখেছেন। চালকের আচরণ কিছুটা অন্য রকম ঠেকায় তাঁরা মানবের কাছে ব্যস্ততার কারণ জানতে চান। কিন্তু ‘কাজ আছে’র মতো একটা দায়সারা গোছের উত্তর দিয়ে জোরে গাড়ি চালিয়ে এলাকা ছেড়ে চলে যায় মানব। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে বলেছেন, মানব চলে যেতেই তাঁরা অনুপবাবুর বাড়ি থেকে আর্তনাদ শুনতে পান। ভিতরে ঢুকে দেখেন, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন অনুপবাবু। তাঁরাই ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করেন। পুলিশকেও খবর দেন।
হাসপাতালে শুয়ে অনুপবাবু বলেন, “ও (মানব) আমাকে আজ হয়তো মেরেই ফেলত। গলায় ফাঁসও লাগিয়ে দিয়েছিল। কোনও রকমে বেঁচে গিয়েছি।” হাসপাতাল সূত্রের খবর, তাঁর মাথায় একাধিক সেলাই পড়েছে। শরীরের বিভিন্ন জায়গায় বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।
বিধাননগর কমিশনারেটের এক কর্তা বলেন, “অনুপবাবুর সঙ্গে তাঁর চালকের কী নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, সে বিষয়ে এখনও বিশদ কিছু জানা যায়নি। অনুপবাবু একটু সুস্থ হয়ে উঠলে তাঁর সঙ্গে আমরা কথা বলব। ওই চালকের খোঁজে তার বাড়িতে এবং সম্ভাব্য অন্যান্য জায়গায় পুলিশের লোক পাঠানো হচ্ছে।” |