তৈরি বাজারের টানেই দক্ষিণ ভারতে নতুন কারখানা গড়ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা অ্যান্ড্রু ইউল। ১৫০ কোটি টাকা লগ্নি করে চেন্নাইয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফর্মার তৈরি করবে সংস্থা। আপাতত কর্নাটকে বছরে ১০ হাজার এ ধরনের ট্রান্সফর্মার বিক্রি করে
অ্যান্ড্রু ইউল।
অ্যান্ড্রু ইউল গোষ্ঠীর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কল্লোল দত্ত সম্প্রতি জানান, বর্তমানে ট্রান্সফর্মার ব্যবসার পরিমাণ ১১০ কোটি টাকা। সম্প্রতি রুশ সংস্থা টোগলিয়াটি ট্রান্সফর্মারের সঙ্গে প্রযুক্তিগত গাঁটছড়া বেঁধেছে তারা। কল্লোলবাবুর দাবি, গাঁটছড়া ও নতুন উত্পাদন কেন্দ্রের দৌলতে এই ব্যবসা পাঁচ গুণ বাড়বে। ১২০০ কোটি টাকার অ্যান্ড্রু ইউল গোষ্ঠীর সদর দফতর কলকাতায়।
এ রাজ্যেও নতুন ট্রান্সফর্মার কারখানা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে সেই পরিকল্পনা কার্যকর করার বিষয়টি স্থানীয় বাজারের উপর নির্ভর করবে বলে সংস্থা সূত্রের খবর। অর্থাত্ এখানে সংস্থা কেমন বরাত পাচ্ছে, সেটা দেখেই কারখানায় লগ্নি করবে তারা। বাঁকড়াহাটে ১০ একর জমির উপর বিদ্যুত্ বণ্টনের উপযুক্ত ট্রান্সফর্মার তৈরির কারখানা গড়তে চায় সংস্থা। লগ্নির পরিমাণ দাঁড়াবে ১০০ কোটি টাকা। |