হিমঘরের ভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জনাল ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। বর্তমানে কুইন্টল প্রতি ১২০ টাকা করে ভাড়া পান হিমঘর মালিকরা। ২০ টাকা ভাড়া বাড়ানোর দাবি করা হয়েছে। সংগঠনের সভাপতি রামপদ পাল বলেন, “বিদ্যুত্ খরচ-সহ অন্য প্রায় সব খরচই বেড়েছে। ভাড়া বৃদ্ধি করা না-হলে হিমঘরগুলি লোকসানের মুখে পড়বে।” রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, বছরে দেড় কোটি টন আলু উত্পাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে রাজ্য। সেই আলু রাখতে হিমঘরের সংখ্যাও বাড়ানো হবে।
|
খনন এবং নির্মাণ শিল্পের যন্ত্রপাতি তৈরির সংস্থা ক্যাটারপিলার গ্লোবাল মাইনিং-এর কিছু ব্যবসা নিজের হাতে নিল ট্রাক্টর্স ইন্ডিয়া। এর ফলে এখন থেকে উত্তর ও পূর্ব ভারতে ক্যাটারপিলার যন্ত্রের বিপণন, বিক্রি পরবর্তী পরিষেবা এবং যন্ত্রাংশ সরবরাহের দায়িত্ব থাকবে টিআইএলের শাখা সংস্থাটির হাতে। উল্লেখ্য, এর আগে অন্যান্য সংস্থার সঙ্গে এই ধরনের গাঁটছড়া বেঁধেছে মার্কিন ক্যাটারপিলার।
|
পূর্ব মেদিনীপুরের তমলুকে নতুন বিপণি খুলল পি সি চন্দ্র জুয়েলার্স। গয়না সংস্থাটি জানিয়েছে, রক্ষিত মোড়ে পাবর্তীপুরের এই শোরুমে রকমারি অলঙ্কারের সঙ্গে পাওয়া যাবে তাদের বিয়ের গয়নার সম্ভার। থাকবে ডি’এলিট ও গোল্ডলাইটস ব্র্যান্ডের গয়নাও। সম্প্রতি বিপণিটির উদ্বোধন করেন অভিনেত্রী ইভলিন শর্মা।
|
তাপস কুমার সেনগুপ্ত রাষ্ট্রায়ত্ত মহারত্ন তেল সংস্থা ওএনজিসি-র (তেল ক্ষেত্র সংক্রান্ত) ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। গত ১ ফেব্রুয়ারি থেকেই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। |