অর্থমন্ত্রী অমিত মিত্র কর আদায়ের যে-লক্ষ্যমাত্রা ঠিক করেছেন, তা পূরণ করতে কোনও অসুবিধা হবে না বলে মন্তব্য করেছেন রাজ্যের বাণিজ্য কর কমিশনার বিনোদ কুমার। স্টেট ব্যাঙ্কের এক অনুষ্ঠানে তিনি জানান, “ডিসেম্বর পর্যন্ত যে-কর আদায় হয়েছে, তা থেকে এটা নিশ্চিত যে, অর্থমন্ত্রী ৪০ হাজার কোটি টাকার কর আদায় করার যে-লক্ষ্যমাত্রা স্থির করেছেন, তা পূরণ করা সম্ভব হবে।”
এ দিকে কর জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে এখন থেকে রাজ্যে স্টেট ব্যাঙ্কের সমম্ত শাখাতেই রাজ্য সরকারের বিভিন্ন কর জমা দেওয়া যাবে। ওই কর জমা দিতে হবে রাজ্যের ‘গভর্নমেন্ট রিসিটস পোর্টাল সিস্টেম’ বা গ্রিপ্স ব্যবস্থার মাধ্যমে। এত দিন রাজ্যে স্টেট ব্যাঙ্কের মাত্র ২০০টি নির্দিষ্ট শাখাতেই ওই কর জমা দেওয়া যেত।
সম্প্রতি নতুন ব্যবস্থার উদ্বোধন করে বিনোদ কুমার বলেন, “ধীরে ধীরে রাজ্য সরকারের কোষাগারে জমা করার জন্য কর-সহ সমস্ত খাতের অর্থই গ্রিপ্স-এর মাধ্যমে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন বিক্রয়কর, ভ্যাট, পার্সোনাল ট্যাক্স, প্রবেশ কর, রাজ্য আবগারি শুল্ক, স্ট্যাম্প ঢিউটি, রেজিস্ট্রেশন ফি-সহ আরও কিছু কর বা ফি গ্রিপ্সের মাধ্যমে জমা দেওয়া যায়। স্টেট ব্যাঙ্ক ছাড়া আরও ২০টি রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কও গ্রিপ্স-এর মাধ্যমে কর জমা নেওয়ার ব্যবস্থায় সামিল হয়েছে বলে জানান বিনোদবাবু।
উদ্বোধন অনুষ্ঠানে স্টেট ব্যাঙ্কের চিফ জেনারেল ম্যানেজার সুনীল শ্রীবাস্তব বলেন, “বর্তমানে রাজ্যে চালু থাকা আমাদের মোট ১১০৪টি শাখাতেই শুধু নয়, চলতি আর্থিক বছরে আরও যে-৩০টি নতুন শাখা চালু করা হবে, সেগুলিতেও কর জমা করার সুবিধা মিলবে। ভবিষ্যতেও ব্যাঙ্কের সব শাখাকে শুরু থেকে এই ব্যবস্থায় সামিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, করদাতাদের গ্রিপ্স ব্যবস্থায় কর জমা দিতে সাহায্য করার জন্য দু’জন অফিসারকে নিযুক্ত করা হয়েছে। ৮০০১১২৩৪৩৪ ও ৯৬৭৪৭১০৪১৬ নম্বরে টেলিফোন করে তাঁদের সহায়তা নিতে পারবেন করদাতারা। |