টুকরো খবর |
সমর খুনে ধৃত আরও ১
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রামের বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপ-প্রধান সমর মাইতি খুনের ঘটনায় জড়িত অভিযোগে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শেখ ইস্রাফিল খান। বাড়ি বয়াল গ্রামে। তাঁর বিরুদ্ধে আগেও অপরাধের অভিযোগ রয়েছে। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় তেরপেখ্যা বাজারের কাছে সমর মাইতিকে গুলি করে খুনের ঘটনার সময় ইস্রাফিল এলাকায় ছিল। খুনের ঘটনার পর সে বাড়ি থেকে চলে যায়। তবে, সমরবাবুর খুনের পর থানায় তাঁর বাবা যে অভিযোগ দায়ের করেছিলেন তাতে ইস্রাফিলের নাম ছিল না। তদন্তে নেমে ওই খুনের ঘটনার সঙ্গে ইস্রাফিলের প্রত্যক্ষ জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পায় পুলিশ। ক’য়েক দিন আগে ইস্রাফিল এলাকায় ফিরে এসেছিল বলে পুলিশ জানতে পারে। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতের ইস্রাফিলকে হলদিয়া মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। |
ঝাড়গ্রামে আজ থেকে প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
আজ, শনিবার ১৫ ফেব্রুয়ারি ঝাড়গ্রামের দেবেন্দ্রমোহন মঞ্চে শুরু হচ্ছে ‘আর্টস্ হেভেন’-এর চিত্রকলা, ভাস্কর্য ও ফটোগ্রাফি প্রদর্শনী। তিনদিনের এই প্রদর্শনী শেষ হবে আগামী সোমবার, ১৭ ফেব্রুয়ারি। এ বারের প্রদর্শনীতে থাকছে বিশিষ্ট শিল্পী মানব বাগচি এবং ‘আর্টস্ হেভেন’-এর এক ঝাঁক নবীন শিল্পীর আঁকা নানা বিষয়ের ছবি। সেই সঙ্গে থাকছে প্রকৃতি থেকে সংগৃহীত গাছের ডালপালা ও শিকড় দিয়ে তৈরি বিভিন্ন অবয়ব (কাটুম-কুটুম)। ফটোগ্রাফি প্রদর্শনীতে থাকছে স্থিতা পালের ক্যামেরায় তোলা রাজ্যের বিভিন্ন জায়গার হরেক রকম পাখির বিভিন্ন মহূর্তের ছবি। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য খোলা থাকবে। উদ্যোক্তারা জানিয়েছে, প্রদর্শনীর তিন দিনই সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। |
পুরস্কার বিতরণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহরের মোহনানন্দ বিদ্যামন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হল শুক্রবার। উপস্থিত ছিলেন পুর-পারিষদ অনিলচন্দ্র দলবেরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ ভুঁইয়া প্রমুখ। |
শিক্ষক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
শুক্রবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাঁকরাইল ব্লক শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল সাঁকরাইল কমিউনিটি হলে। সম্মেলনের উদ্বোধন করেন মেদিনীপুরের শিক্ষাবিদ নির্মলেন্দু দে। |
|