মাটি উৎসবের মঞ্চ থেকে সূচনা শরশঙ্কা দিঘি সংস্কারে প্রকল্পের
দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে দাঁতনের শরশঙ্কা দিঘি সংস্কার ও তাকে ঘিরে বেশ কিছু প্রকল্পের সূচনা হল শুক্রবার। পানাগড়ে মাটি উৎসবের মঞ্চ থেকেই পশ্চিম মেদিনীপুরের এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে এ দিন দাঁতন ব্লকে মিছিল ও পথসভা করে তৃণমূল। তবে এলাকায় সরকারি কোনও অনুষ্ঠান হয়নি।
দাঁতন থেকে পুব দিকে ৩ কিলোমিটার দূরে প্রায় ৫ হাজার ফুট দীর্ঘ ও আড়াই হাজার ফুট প্রস্থের শরশঙ্কা দিঘি অত্যন্ত প্রাচীন। একে ঘিরে নানা লোককথা প্রচলিত রয়েছে। বহু বছর ধরেই সংস্কারের অভাবে মজে গিয়েছিল দিঘিটি। এঅবশেষে শালিকোটা গ্রাম পঞ্চায়েতের শরশঙ্কায় দিঘি সংস্কারের প্রকল্প ঘোষিত হওয়ায় দাঁতনবাসী খুশি।
দাঁতনের
শরশঙ্কা দিঘি।
সংস্কার প্রকল্প ঘোষণার পরে
এলাকায় তৃণমূলের মিছিল
ব্লক প্রশাসন সূত্রে খবর, শরশঙ্কার দিঘি ও পাড় নিয়ে ১৫০ একর এলাকায় নানা প্রকল্প গড়া হবে। প্রথমে দিঘি খনন করে সংস্কারের পর তাতে মৎস্য চাষ করা হবে। এলাকার ১০৪৭ জন কৃষিজীবীর জন্য উদ্যানপালন, কৃষিকাজ ও জনস্বাস্থ্যের উন্নতিতে জোর দেওয়া হবে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের সহায়তায় পাইপলাইনে জলসরবরাহের ব্যবস্থাও করা হবে।
এ দিন পানাগড়ে প্রকল্পগুলির সূচনার পরে তৃণমূল কুহাড়া থেকে ৮ কিলোমিটার দূরে শরশঙ্কা পর্যন্ত মিছিল করে। পরে সেখানেই পথসভা হয়। ছিলেন দাঁতনের ব্লক তৃণমূল সভাপতি বিক্রম প্রধান, যুব তৃণমূল সভাপতি প্রতুল দাস, ছাত্র নেতা প্রসেনজিৎ সাউ। বিক্রমবাবু বলেন, “বাম আমলে এই দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর হাত ধরে তা পূরণে পদক্ষেপ হওয়ায় আমরা খুশি।” এ দিন সরাইবাজার, মনোহরপুর, পানশণ্ডপুরে মিছিল-পথসভা করে তৃণমূল। স্থানীয় সিপিআই বিধায়ক অরুণ মহাপাত্রের অবশ্য দাবি, “আমাদের সময়েই নন্দদুলাল ভট্টাচার্য এ নিয়ে উদ্যোগী হয়েছিলেন। আমিও বিধানসভায় প্রসঙ্গ উত্থাপন করেছিলাম। তখন পঞ্চায়েত সমিতির কিছু সমস্যা হওয়ায় প্রকল্প বাস্তবায়িত হয়নি। এখন তা হওয়ায় আমাদেরও ভাল লাগছে।”

—নিজস্ব চিত্র।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.