|
|
|
|
ঝাড়গ্রাম আদালতে উঠল না কর্মবিরতি
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
রাজ্য বার কাউন্সিলের তিন প্রতিনিধির সঙ্গে আলোচনার পরও কর্মবিরতি প্রত্যাহার করলেন না-ঝাড়গ্রাম মহকুমা আদালতের আইনজীবী ও মুহুরিরা। অতিরিক্ত আরও তিন জন বিচারক ও প্রয়োজনীয় সংখ্যক আদালত-কর্মী নিয়োগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছে ঝাড়গ্রাম মহকুমা আদালতের আইনজীবীদের দু’টি ও মুহুরিদের একটি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জয়েন্ট অ্যাকশন কমিটি’। এর ফলে গত এক মাস ধরে দৈনিক পুলিশ ফাইলটুকু ছাড়া বাদবাকি কোনও মামলারই শুনানি হচ্ছে না। তাতে জঙ্গলমহলের বিচারপ্রার্থীরাই চরম হয়রান হচ্ছেন বলে অভিযোগ করছেন। শুক্রবার রাজ্য বার কাউন্সিলের তিন প্রতিনিধি ঝাড়গ্রাম আদালতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে আসেন। এ দিন বিকেলে জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন রাজ্য বার কাউন্সিলের প্রতিনিধিরা। দাবিগুলি নিয়ে উপযুক্ত পদক্ষেপ করার জন্য সংশ্লিষ্ট মহলকে জানানো হবে বলে আশ্বস্ত করেন বার কাউন্সিলের প্রতিনিধিরা। জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি সতীন্দ্রনাথ পতি চৌধুরী বলেন, “সোমবার জয়েন্ট অ্যাকশন কমিটির বৈঠকের পর আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব।”
সম্মেলন। শুক্রবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাঁকরাইল ব্লক শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল সাঁকরাইল কমিউনিটি হলে। উদ্বোধন করেন মেদিনীপুরের বিশিষ্ট শিক্ষাবিদ নির্মলেন্দু দে। উপস্থিত বিশিষ্টজনেরা বলেন, জঙ্গলমহলে শিক্ষার পরিকাঠামো উন্নয়নে নানা পদক্ষেপ করেছে রাজ্য সরকার। সেই উদ্যোগ ফলপ্রসূ করতে শিক্ষক-শিক্ষিকাদের আরও দায়িত্বশীল। ছিলেন সংগঠনের জেলা যুগ্ম আহ্বায়ক নারায়ণ সাঁতরা, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভানেত্রী মনোরমা পাত্র। |
|
|
|
|
|