চলতি মাসের মধ্যেই ফুলবাড়ি এবং ডাবগ্রাম এলাকার সব ভূমিহীনদের জমির পাট্টা বিলির প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ি লাগোয়া ঘোড়ামোড় এলাকায় এক অনুষ্ঠানে এলাকার পাঁচশো বাসিন্দাকে পাট্টা বিলি করা হয়। ওই অনুষ্ঠানেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতমবাবু ওই নির্দেশের কথা জানিয়েছেন। বস্তুত, ফুলবাড়ি-ডাবগ্রাম গৌতমবাবুরই নির্বাচন ক্ষেত্র।
কামাঙ্গারাঙ্গাগুড়িতে মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয়ের সামনে থেকে উচ্ছেদ হওয়া ২৪টি পরিবারকেও এ দিন জমির পাট্টা দেওয়া হয়েছে। সাহুডাঙি এলাকার অধিকার পল্লিতে তাঁদের সকলকে প্রায় দু’কাঠা করে জমি দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাড়ি তৈরির জন্য ৪৫ হাজার টাকাও তাঁদের দেওয়া হবে বলে সরকারি অনুষ্ঠান থেকে জানানো হয়েছে। এ দিনের অনুষ্ঠানে মন্ত্রী গৌতমবাবু বলেন, “শুধু ওই ২৪টি পরিবারই নয়, এলাকার প্রায় ৫০০ পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই পাট্টা বিলি চলছে।” গৌতমবাবু জানিয়েছেন, চলতি মাসের মধ্যে এলাকার ভূমিহীনদের তালিকা তৈরি করে, সকলকে জমির পাট্টা বিলি সেরে ফেলার সিদ্ধান্ত হয়েছে। ব্লকের বিডিও, ভূমি আধিকারিক সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।
কামরাঙ্গাগুড়ি এলাকার বাসিন্দা আব্দুল মালেক এ দিন পাট্টা পেয়েছেন, তিনি বলেন, “এতদিন অন্যের জমিতে থাকতাম। ঝুপড়ি ঘর ছিল। দিনমজুরের কাজ করি। নিজের জমি আর বাড়ির তৈরির টাকা পেয়েছি, নতুন ঠিকানা হল।” যদিও এ দিনের অনুষ্ঠানে ফুলবাড়ি ১ এবং ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়তের সরকারি আধিকারিকরা উপস্থিত না থাকায় মন্ত্রী মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কেন সরকারি অনুষ্ঠানে তাঁরা আসেননি সে বিষয়ে জলপাইগুড়ি জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হবে বলেও তিনি জানিয়েছেন। যদিও, একজন আধিকারিক ছুটিতে রয়েছেন এবং অন্যজন অনুষ্ঠানের কথা জানানো হয়নি বলে দাবি করেছেন। |