‘মোস্ট ওয়ান্টেড’ কেএলও (কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন) জঙ্গি টম অধিকারী এবং নীলাম্বর রাজবংশীকে গ্রেফতারের সম্ভাবনা জোরদার হচ্ছে। ওই দু’জন সন্দেহে সম্প্রতি নেপাল পুলিশ যাঁদের আটক করেছিল, তাঁরা ছাড়া পেয়েছেন। কিন্তু শুক্রবার নেপাল সীমান্ত থেকে টম ওরফে জয়দেব রায় এবং নীলাম্বর ওরফে মঞ্চলাল সিংহের সাম্প্রতিক গতিবিধির খবর পৌঁছয় পশ্চিমবঙ্গ পুলিশের ‘স্পেশ্যাল অপারেশন গ্রুপ’ (এসওজি)-এর কাছে। পুলিশ ও গোয়েন্দা সূত্রের দাবি, তাঁরা নেপাল ছেড়ে উত্তর-পূর্ব ভারতে ফেরার ছক কষছেন বলে খবর। নেপাল সীমান্তে নজরদারি বেড়েছে। রাজ্য প্রশাসনের এক কর্তা বলেন, “আমরা আশাবাদী।”
টম কেএলও-র সহ-সভাপতি। মঞ্চলাল অর্থ সচিব। ২৬ ডিসেম্বর জলপাইগুড়ি বিস্ফোরণে দু’জনেই অভিযুক্ত। ওই দু’জন নাম-পরিচয় ভাঁড়িয়ে নেপালে ঘর ভাড়া নিয়েছিলেন বলে এসওজি-র ধারণা। সে তথ্য নেপাল পুলিশকে জানানোও হয়। সন্দেহজনক গতিবিধির জন্য দুই যুবককে নেপালের কাঁকরভিটায় সে দেশের পুলিশ আটক করে। দু’জনের দাবি, তাঁরা নেপালের নাগরিক। তাঁরা ছাড়াও পেয়ে যান।
পুলিশের ডিজি (সশস্ত্র বাহিনী) রাজ কানোজিয়া ও আইজি (উত্তরবঙ্গ) জাভেদ শামিমের যৌথ তদারকিতে থাকা এসওজি হাল ছাড়েনি। খবর মেলে টম অধিকারীকে উত্তর-পূর্ব ভারত দিয়ে প্রতিবেশী একটি রাষ্ট্রে নিয়ে যেতে কেএলও প্রধান জীবন সিংহ সক্রিয় হয়েছেন। সে জন্য যে কোনও ভাবে টমদের নাগাল পেতে এসওজি মরিয়া। |