বদলি সেই বিএমওএইচ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সহকর্মী মহিলা চিকিৎসককে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল যাঁর বিরুদ্ধে, সেই বসিরহাট ১-এর বিএমওএইচ পরিমল মজুমদারকে বদলি করল স্বাস্থ্য দফতর। শুক্রবার পরিমলবাবুকে বদলির নোটিস ধরানো হয়েছে বলে দফতর সূত্রের খবর। ওই মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই বদলি কিনা, তা অবশ্য জানাননি দফতরের কর্তারা। বসিরহাট জেলা স্বাস্থ্য আধিকারিক পুষ্পেন্দু সেনগুপ্ত বলেন, “এটা রুটিন বদলি।” পরিমলবাবুর বদলিকে নিজের ‘নৈতিক জয়’ বলছেন ওই মহিলা। তিনি বলেন, “কর্মক্ষেত্রে বহু হেনস্থা হতে হয়েছে। নানা ভাবে নিগৃহীত হতে হয়েছে। আপাতত তা থেকে কিছুটা স্বস্তি মিলল।” পরিমলবাবু অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। গত বছর মার্চে বসিরহাট ১ ব্লকের শিবহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেন বারাসতের বাসিন্দা ওই মহিলা চিকিৎসক। সেখানেই বসতেন পরিমলবাবু। মহিলার অভিযোগ, প্রথম থেকেই তাঁকে নানা ভাবে কুপ্রস্তাব দিতেন পরিমলবাবু। নানা ভাবে হেনস্থাও করা হচ্ছিল। মহিলা বসিরহাট থানায় অভিযোগ জানান। মামলার চার্জশিট পেশ করে পুলিশ। আগাম জামিন নিয়ে গ্রেফতারি এড়ান পরিমলবাবু। মামলাটি বিচারাধীন। |
আজ, শনিবার থেকে সরকারি সহযোগিতা এবং বেসরকারি উদ্যোগে শুরু হচ্ছে ‘রাজমহল’ প্রমোদতরীতে (রিভার ক্রুজ) গঙ্গাপথে কলকাতা থেকে ফরাক্কা হয়ে পটনা ভ্রমণ। শুক্রবার ওই প্রমোদতরীর উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। ছিলেন পরিবহণসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। বেসরকারি সংস্থার তরফে জানানো হয়েছে, ফরাক্কা ও পটনার পথে দেখানো হবে গঙ্গার পাশে চন্দননগর, কালনা, নবদ্বীপ, পলাশীর মতো বিভিন্ন ঐতিহাসিক জনপদ। প্রতি দিন ওই রিভার ক্রুজে খরচ মাথাপিছু ১১ হাজার ৫০০ টাকা। চলতি মাসেই অন্য একটি বেসরকারি সংস্থার উদ্যোগে চালু হবে কলকাতা থেকে বারাণসী ভ্রমণ। ওই প্রমোদতরীর নাম ‘বেঙ্গল-গঙ্গা’। নদীপথে বিনিয়োগ টানতেই এ ধরনের প্রমোদ ভ্রমণের আয়োজন করা হচ্ছে বলে জানান পরিবহণমন্ত্রী। |
শনিবারের ছুটি বাতিল তথ্য সংস্কৃতি দফতরে |
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মীদের শনিবার, ছুটির দিনেও অফিসে আসতে হবে। প্রয়োজনে রবিবারেও কাজ করতে হতে পারে। দফতরের সচিব অত্রি ভট্টাচার্য এবং তথ্য ও সংস্কৃতি অধিকর্তা রীতেন্দ্রনারায়ণ বসু রায়চৌধুরীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার কেউ ছুটি চাইলে আগাম অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কেউ ছুটি নিলে তাঁর সার্ভিস বুকে সেটি নথিভুক্ত করা হবে। ওই দফতর সূত্রের খবর, লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হবে শীঘ্রই। তার আগে ঘোষিত সব প্রকল্পের উদ্বোধন সেরে ফেলতে চাইছে রাজ্য। বিভিন্ন দফতরের সাফল্য নিয়ে সংবাদমাধ্যমে প্রচার চলছে। ভোটের কথা মাথায় রেখে কিছু সরকারি উৎসবের দিনও এগিয়ে আনা হয়েছে। এ-সব পরিচালনার দায়িত্ব তথ্য ও সংস্কৃতি দফতরের। সপ্তাহে পাঁচ দিন অফিস করে এত কাজের চাপ সামাল দেওয়া সম্ভব হবে না বলেই মনে করছে সরকার। তাই ছুটিতেও হাজিরার নির্দেশ। এই ব্যবস্থা শুধু ফেব্রুয়ারির জন্যই। |
কামদুনির ৩ ক্লাবকে নয়া চেক |
প্রথম দফার চেক ভাঙানো যায়নি। তাই কামদুনির তিনটি ক্লাবের হাতেই শুক্রবার নতুন চেক তুলে দিয়েছে রাজ্য। ৭ জানুয়ারি কামদুনির তিনটি ক্লাবকে এক লক্ষ টাকা করে তিনটি চেক দেয় রাজ্য। কিন্তু দু’দিন পরে তা ভাঙাতে গেলে ব্যাঙ্ক জানায়, চেকগুলির সময়সীমা পেরিয়ে গিয়েছে। ক্লাবগুলি তিনটি চেকই ক্রীড়া দফতরকে ফেরত দিয়ে দেয়। রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র জানান, চেকগুলি লেখা, হাতে পাওয়া এবং ব্যাঙ্কে জমা দেওয়ার মধ্যে সময়সীমা পেরিয়ে যাওয়ায় এই বিপত্তি। কামদুনির নিহত কলেজছাত্রীর ভাই বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে অভিযোগ তুললে জলঘোলা হয়। তার পরেই ক্রীড়া দফতর নতুন চেক তৈরি করে। |
রাজ্য পুলিশের ডিজি হিসেবে জিএমপি রেড্ডির মনোনয়ন বৈধ নয় বলে রায় দিয়েছিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট)। আইপিএস অফিসার নজরুল ইসলামকে টপকে সরকার যে-চার জনকে ডিজি-পদে উন্নীত করেছে, তা-ও অবৈধ বলে জানাল আদালত। শুক্রবার কলকাতা হাইকোর্টে আবেদনে নজরুল বলেন, তথ্য জানার আইনে তিনি যা জানতে চাইছিলেন, সেই ব্যাপারে ভুল তথ্য দেওয়া হয় বলে ক্যাটের রায়ে জানানো হয়েছে। কিন্তু ক্যাট এ ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থার কথা বলেনি। তিনি সুবিচার চান। |