টুকরো খবর
টেট নিয়ে বিক্ষোভ
প্রাথমিকের টেট বাতিল, রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পূর্ণাঙ্গ তদন্ত, নতুন করে পরীক্ষা গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে মূল্যায়নের দাবিতে শুক্রবার পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা দফতরে স্মারকলিপি দিল জেলার বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলি। এ দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠনের কর্মী-সমর্থকেরা শহরে মিছিল করে দফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।

শুক্রবার বামপন্থী ছাত্র-যুব সংগঠনের সদস্যেরা। —নিজস্ব চিত্র।
ডিওয়াইএফের জেলা সভাপতি বিমলেন্দু কোনার বলেন, “টেট-দুর্নীতি নিয়ে নানা স্তর থেকে অভিযোগ উঠলেও তদন্ত নিয়ে শাসক দলের বা শিক্ষা দফতরের হেলদোল নেই। তাই আমরা এ দিন গণতান্ত্রিক ভাবেই এই অভিযোগের তদন্তের দাবিতে জমায়েত করেছি। জেলা স্কুল পরিদর্শকের হাতে দাবিপত্র তুলে দিয়েছি।” জেলা স্কুল পরিদর্শক (প্রাথমিক) বৃন্দাবন দাস বলেন, “স্মারকলিপি পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাঠাব।”

অধিকারের দাবিতে মিছিল
আদিবাসীদের অধিকার নিয়ে সরব হয়ে পথে নামল আদিবাসী অধিকার মঞ্চ। শুক্রবার মঞ্চের সদস্যেরা পুরুলিয়া শহরে মিছিল করে জেলা প্রশাসনের হাতে ৩৩ দফা দাবিপত্র তুলে দেন। মিছিলের পুরোভাগে ছিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ হেমব্রম। সংগঠনের পুরুলিয়া জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথবাবু বলেন, “আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ না করা, বনাঞ্চল অধিকার আইন কাযর্কর করা, আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে বাড়তি অর্থ বরাদ্দ-সহ নানা দাবি রয়েছে আমাদের।”

পুরুলিয়ার পথে। —নিজস্ব চিত্র।
ধর্ষণ বা শ্লীলতাহানির মতো অপরাধ বন্ধ করার জন্য প্রশাসনকে কঠোর হওয়া এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি বীরভূমের লাভপুরের সুবলপুরে আদিবাসী মহিলার উপর ধর্ষণের ঘটনার উচ্চ পযার্য়ের তদন্তও দাবি তুলেছে সংগঠন।

পোস্ত চাষ নষ্টে অভিযান
অবৈধ পোস্ত চাষ নষ্ট করতে অভিযান চালাল প্রশাসন। শাল নদীর ধার ঘেঁষা দুবরাজপুরের বোধগ্রাম ও খোঁয়াজ মহম্মদপুরের কিছু জমিতে হওয়া পোস্ত চাষ নষ্ট করতে বৃহস্পতিবার সকালে মিলিত আভিযান চালায় পুলিশ, আবগারি দফতর ও ব্লক প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, ২০০৫-’১১ সাল পর্যন্ত জেলায় অবৈধ ভাবে পোস্ত চাষের রমরমা ছিল। শুধু তাই নয়, পোস্তর আঁঠা সংগ্রহ করে তা মাদক কারবারীদের হাতে তুলে দিয়ে মোটা টাকা রোজগার করার কারবারও ফুলে ফেঁপে উঠেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বীরভূমে অবৈধ পোস্ত চাষ বন্ধ করতে তৎপর হয় প্রশাসন। আবগারি দফতর, জেলা প্রশাসন, পুলিশ ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মিলিত অভিযান চলে।

দুবরাজপুরে অভিযানের ছবিটি তুলেছেন দয়াল সেনগুপ্ত।
প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, নিয়মিত প্রচার ও বেআইনি ভাবে যে সব চাষি বা জমির মালিক তা করছিলেন তাদেরকে ধরপাকড় এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করায় ২০১২ এবং ২০১৩ সালে পোস্ত চাষ একেবারেই কমিয়ে ফেলা সম্ভব হয়েছিল। শুধু তাই নয়, বীরভূমকে মডেল করে অন্য জেলায়ও প্রচার করার কথা ঘোষণা হয়েছিল এনসিবি-র তরফে বলে প্রশাসন সূত্রে খবর। সেই বীরভুমের দুবরাজপুরে পোস্তচাষ হওয়ায় ফের অস্বস্তিতে প্রশাসন। জেলা আবগারি দফতর ও পুলিশ-প্রশাসনের কর্তারা বলছেন, “এত প্রচার ও অভিযানের পরেও লোভে পড়ে মানুষ এই চাষ করছেন। কেন করছেন বুঝতে পারছি না। যে সব জায়গায় চাষ হয়েছে খবর পেই নষ্ট করা হচ্ছে।” জেলা আবগারি দফতরের সুপারিন্টেডেন্ট তপনকুমার রায় বলেন, “খবর পেতে দেরি হয়েছে। খবর পেয়েই তা নষ্ট করে ফেলা হল।”

মারধরের নালিশ
তৃণমূলের বিরুদ্ধে ব্রিগেড ফেরত সিপিএম কর্মীদের মারধর করার অভিযোগ তুলে শুক্রবার বিকেলে বেলিয়াতোড়ের ছান্দার এলাকার বারবেন্দ্যা গ্রামে একটি প্রতিবাদ মিছিল করল সিপিএম। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.