সিপিএম ছাড়ায় মারধরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সিপিএম ছেড়ে তৃণমূলে যাওয়ায় তিনজনকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। প্রহৃতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও রয়েছেন। তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বসিরহাটের চাঁদনগর গ্রামে এই ঘটনায় সিপিএমের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি, এটা সম্পত্তি নিয়ে বিবাদের জের। এর সঙ্গে রাজনীতির যোগ নেই। পুলিশ জানায়, আব্বাসউদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তি প্রতিবেশী জাহাঙ্গির গাজি-সহ ৫ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন। |
সম্প্রতি বারাসতের বাদুতে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। দু’দিনের এই উৎসবের প্রথম দিনে ছিল শুভমিতা এবং শ্রীকান্ত আচার্যের গান। দ্বিতীয় দিনে অংশ নেন হৈমন্তী শুক্ল, ইন্দ্রনীল সেন, ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং পিয়া আচার্য। সঞ্চালনার দায়িত্বে ছিলেন চৈতী ঘোষাল। স্থানীয় জয়শ্রী সঙ্ঘের উন্নয়নের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘অ্যাকাডেমি অব ইন্ডিয়ান কালচার’। উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার, মধ্যমগ্রামের বিধায়ক তথা মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ প্রমুখ। |
দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কাওয়াখালিতে একটি বাড়ি থেকে তিনটি বড় পাইপগান ও একটি ছোট পাইপগান উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় বাদল হালদার ও রাম হালদার নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপনে খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ ওই বাড়িতে হানা দিলে বাদল ও রাম পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে। |