অভিযান শুরুর এক বছর আগে ধোনি
‘এই দলে খেতাব রক্ষার রসদ আছে’
১৪ ফেব্রুয়ারি
ফের বিশ্বকাপ জিতে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে ছুঁতে পারবে ভারত? সুনীল গাওস্করের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা যখন বলছেন, এই ভারতীয় দলের পক্ষে কাজটা মোটেই সহজ হবে না, তখন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বলছেন, দল যে ভাবে তৈরি হচ্ছে, তাতে তাঁদের পক্ষে সেই মাইলফলক ছোঁওয়া অসম্ভব হবে না।
পরপর দু’বার বিশ্বকাপ জেতার নজির রয়েছে শুধু অস্ট্রেলিয়া (১৯৯৯, ২০০৩) ও ওয়েস্ট ইন্ডিজের (১৯৭৫, ১৯৭৯) দখলে। এ বার ভারতকেও সেই ক্লাবের সদস্য করতে চান ধোনি। আগামী বছর ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেড ওভালে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার ঠিক এক বছর আগে ধোনি বললেন, “জানি যে, বিশ্বকাপের খেতাব রক্ষার মতো কৃতিত্ব মাত্র দুটো দেশেরই আছে। কিন্তু আমাদের দলে যে মানের ক্রিকেটার রয়েছে, তাতে আমরাও এই কৃতিত্বের অধিকারী হতে পারি। আমাদের দলে সেই রসদ আছে।” বাইশ বছর আগে যেখানে বিশ্বকাপ হয়েছিল, সেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেই ফের বসতে চলেছে বিশ্ব ক্রিকেটের সেরা আসর। ১৯৯২-এ সেই বিশ্বকাপে সেরা পাকিস্তানের বিরুদ্ধেই ২০১৫-য় অভিযান শুরু করবে ভারত। ধোনি এ বারের দল নিয়ে বলেন, “আমাদের দলে বেশ কয়েক জন ক্রিকেটার আছে, যাদের যথেষ্ট চাপের পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। তা ছাড়া গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আমরা প্রমাণ করেছি, বিদেশের পরিবেশ ও বিশ্বসেরা হওয়ার চাপ সামলে সফল হওয়ার ক্ষমতা আমাদের আছে।”
চলতি নিউজিল্যান্ড সফরে বিশ্বকাপের যথাযথ প্রস্তুতি হয়েছে বলে মনে করেন ভারত অধিনায়ক। বলেন, “এখানে আমরা ওয়ান ডে-তে জিততে পারিনি ঠিকই, তবে এক বছর পর আমরা কেমন পরিবেশ পাব, সে ধারণা এখানে অর্জন করেছি। আগামী বছর আমরা বিশ্বকাপের পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দেওয়ার দিকে এগোব। এই সময় নিজেদের আত্মবিশ্বাসও বজায় রাখতে হবে। এগুলো ঠিকঠাক হলে ফেব্রুয়ারিতে নিজেদের সেরা জায়গায় নিয়ে চলে যেতে পারব।”
দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলের হতাশাজনক পারফরম্যান্স দেখে সুনীল গাওস্কর আগেই মন্তব্য করেছিলেন, ভারতের পক্ষে ফের বিশ্বকাপ জয় কঠিন হবে। তবে বিশ্বকাপে ধোনিরা গ্যালারিতে প্রচুর ভারতীয় সমর্থক পাবেন বলে মনে করেন তিনি। এ দিন ওয়েলিংটনে তিনি বলেন, “গত বার ভারত বিশ্বকাপ জয়ের পর মুম্বইয়ের রাস্তায় যে উন্মাদনা দেখেছিলাম, তার পর আমি নিশ্চিত আগামী বছর ভারত থেকে প্রচুর সমর্থক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আসবে ধোনিদের জন্য গলা ফাটাতে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.