|
|
|
|
প্রার্থী হোন, আপের প্রস্তাবে নারাজ চানু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
১৪ ফেব্রুয়ারি |
লোকসভা নির্বাচনে ‘আম আদমি পার্টি’-র হয়ে লড়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইরম শর্মিলা চানু। এর আগে অণ্ণা ও টিম কেজরিওয়াল যখন দিল্লিতে অনশন চালাচ্ছিলেন, তখন সেই মঞ্চে যোগ দেওয়ার জন্য শর্মিলার কাছে আমন্ত্রণ এসেছিল। কিন্তু তাতে চানু সাড়া দেননি। আজ ‘আপ’-এর প্রস্তাব আসার কথা জানিয়ে চানু সাফ বলেন, “আমি কোনও দিন সক্রিয় রাজনীতিতে নামব না।” |
|
আজ সকালে, ‘আপ’-এর তরফে প্রশান্ত ভূষণ চানুকে ফোন করেন। তিনি মণিপুরের দু’টি লোকসভা কেন্দ্রের যে কোনও একটি থেকে লড়ার জন্য চানুকে অনুরোধ জানিয়েছিলেন। আজ ইম্ফল আদালতে নিয়ম মাফিক হাজিরার পরে চানু সাংবাদিকদের নিজেই এ কথা জানিয়ে বলেন, “আমি ওঁর প্রস্তাবে রাজি না হওয়ায় ভূষণ ফের আমায় ভেবে দেখার অনুরোধ জানান। কিন্তু আমিও ওঁকে জানিয়ে দিয়েছি, এই বিষয় নিয়ে এর আগে একশোবার আমার ভাবা হয়ে গিয়েছে। আমার উত্তর ‘না’।” ভূষণ এ দিন চানুকে প্রায় আধ ঘণ্টা ধরে বোঝান। খারাপ নেটওয়ার্কের জন্য বারকয়েক ফোন কেটেও যায়। কিন্তু ভূষণ ফোন করতেই থাকেন।
এ দিকে, মণিপুরে আম আদমি পার্টির একটি ইউনিট খোলা হয়েছে। তাঁরা লোকসভায় যোগ্য প্রার্থীর সন্ধানও করছেন। কিন্তু চানুর কাছে কেন্দ্রীয় নেতাদের প্রস্তাব সম্পর্কে তাঁরাও অন্ধকারে। শর্মিলা এ দিন সাংবাদিকদের জানান, “আমি কোনও দিন নির্বাচনে দাঁড়াব না। আমি সাধারণ মানুষ। অহিংস উপায়ে এক অন্যায় আইনের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি। কিন্তু ভারতে রাজনীতি এক ব্যবসায় পরিণত হয়েছে। সেই পথে আমি নেই।” |
|
|
|
|
|