|
|
|
|
রাস্তা সারাতে যাদবপুর, বেসু-র সাহায্য নেবে পুরসভা
নিজস্ব সংবাদদাতা |
প্রিন্স আনোয়ার শাহ রোডের সঙ্গে ইএম বাইপাস সংযোগকারী রাস্তার সংস্কারের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বেসুর সাহায্য চাইল কলকাতা পুরসভা।
সম্প্রতি রাস্তাটির দায়িত্ব নিয়েছে কলকাতা পুরসভা। আগে রাস্তাটির দেখভাল করত কেএমডিএ। কী ভাবে এই রাস্তা মেরামতি হবে? তা জানতেই পুর-কর্তৃপক্ষ যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বেসুর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কলকাতা পুরসভার মেয়র পারিষদ (রাস্তা) সুশান্তকুমার ঘোষ বলেন, “এই রাস্তা কী ভাবে সারানো হবে তা সমীক্ষা করে জানার পরেই কাজ শুরু হবে। রাস্তা সমীক্ষার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বেসুর প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রিপোর্ট জমা দেবেন।” এই প্রকল্পে প্রায় এক কোটি টাকা খরচ হবে বলেও পুরসভা সূত্রে জানা গিয়েছে। |
|
সংস্কার হবে এই রাস্তা। —নিজস্ব চিত্র। |
পুরসভার রাস্তা দফতরের এক আধিকারিক জানান, এই রাস্তা নির্মাণ করেছিল কেএমডিএ। কিন্তু এই রাস্তার মূল সমস্যা হল রাস্তার বিস্তীর্ণ অংশে কার্ভ চ্যানেল নেই। নিকাশির সমস্যার জন্য জল জমে যায়। এবড়ো-খেবড়ো রাস্তা। যদিও দায়িত্ব হস্তান্তরের পরে এই রাস্তার একাংশে জোড়াতাপ্পি দেওয়া হয়েছে বলে পুরসভার দাবি।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বর্ষায় এই রাস্তার অবস্থা খুব খারাপ হয়েছিল। এলাকার বাসিন্দা জয়ন্ত হালদার বলেন, “এই রাস্তায় বহু ক্ষণ জল জমে থাকে। অল্প বৃষ্টিতেই জল জমে যায়। পুর-কর্তৃপক্ষ এবং কেএমডিএ-কে বার বার বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি।” বাসিন্দারা রাস্তাটির আমূল সংস্কারে দাবি তুলেছেন।কেএমডিএ কর্তৃপক্ষ জানান, এই রাস্তা তৈরি করার পরে ছোটখাটো মেরামতি হলেও পুরো সংস্কার হয়নি। রাস্তাটির পুরো সংস্কারের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা পাওয়া যায়নি। এই রাস্তা কলকাতা পুরসভাকে হস্তান্তর করা হয়েছে। ফলে, এখন তারাই এই কাজ করবেন।
সুশান্তবাবু জানান, প্রায় সাড়ে তিন কিলোমিটার এই রাস্তা একবারে মেরামতি করার ক্ষেত্রে সমস্যা রয়েছে। সে ক্ষেত্রে এই রাস্তা বন্ধ করে কাজ করতে হবে। কলকাতা ট্রাফিক পুলিশের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তাঁরা তিন দফায় এই রাস্তা মেরামতি করার জন্য কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ মোতাবেকই কাজ হবে বলেও সুশান্তবাবু জানান। |
|
|
|
|
|