|
|
|
|
প্রচার পান গ্রামীণ শিল্পীরা, চান মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা |
তথাকথিত ‘এলিট’ সমাজের গণ্ডির বাইরে এই প্রথম বেরিয়ে এল পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব। শুক্রবার অ্যাকাডেমি অব ফাইন আর্টসে এ বছরের উৎসবের উদ্বোধন করে স্পষ্টত সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন মুখ্যমন্ত্রী তাঁর উদ্বোধনী বক্তৃতায় বলেন, “গ্রামবাংলার পটচিত্রও তো শিল্প। গ্রাম-গ্রামান্তরে কত শিল্পী রয়েছেন। তাঁদের তুলে আনতে হবে।” প্রসঙ্গত উল্লেখ্য, এ বারই রবীন্দ্র সদন-নন্দন প্রাঙ্গণে অনুষ্ঠিত চারুকলা মেলায়
বসছে বাংলার নানা গোষ্ঠীর চারুশিল্পের পসরা। |
|
পশ্চিমবঙ্গ চারুকলা উৎসবের উদ্বোধনে শিল্পী ও বিশিষ্টজনদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, অ্যাকাডেমি অব ফাইন আর্টসে। ছবি: সুদীপ আচার্য। |
শুক্রবার অ্যাকাডেমিতে উৎসবের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য চারুকলা পর্ষদের সভাপতি যোগেন চৌধুরী, সহ-সভাপতি শুভাপ্রসন্ন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ।
শিল্পী উমা সিদ্ধান্ত বলেন, “গুরু-শিষ্য পরম্পরা আজ সম্পূর্ণ হল। আমি শিখেছি ধীরেন্দ্রনাথবাবুর কাছে, মমতা শিখেছে আমার কাছে।”
উল্লেখ্য, আমন্ত্রিত শিল্পী হিসেবে এই উৎসবে প্রদর্শিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা একটি ছবিও। ক্যানভাসে অ্যাক্রিলিকে আঁকা ‘ঘোড়া’। |
|
|
|
|
|