|
|
|
|
টুকরো খবর |
ভ্রূণ ছুড়ে ফেললেন প্রসূতি, অভিযোগ |
প্রসূতি বিভাগের শৌচাগার থেকে নিজের ভ্রূণকে নীচে ছুড়ে ফেললেন মা। শুক্রবার, এমনই অভিযোগ উঠেছে আর জি করে। পুলিশ জানিয়েছে, এক রোগীর আত্মীয়ের সামনে এসেই পড়ে সেটি। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বছর আঠাশের ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। অসুস্থতার কারণে তাঁর গর্ভপাত করাতে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন তাঁর অস্ত্রোপচারের কথা ছিল। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশি তদন্তের পরেই পুরো বিষয়টি স্পষ্ট হবে।” ভ্রূণটি কত মাসের সে ব্যাপারেও হাসপাতালের তরফে কিছু বলা হয়নি। |
ছাত্রীকে চড়, অভিযুক্ত শিক্ষিকা |
এক শিক্ষিকার বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগ উঠল। বৃহস্পতিবার, গড়িয়ার একটি প্রাথমিক স্কুলে। ওই শিক্ষিকার নামে থানায় অভিযোগ জানান ছাত্রীর মা। পুলিশ জানায়, প্রার্থনার সময়ে কথা বলছিল মেয়েটি। অভিযোগ, তা দেখে ছাত্রীটির গালে এত জোরে চড় মারেন ওই শিক্ষিকা যে তার গাল ফুলে যায়। প্রতিবাদে শুক্রবার সকালে কিছু অভিভাবক স্কুলে বিক্ষোভ দেখান। প্রধান শিক্ষিকা সোমদত্তা সিংহ রায় বলেন, “ওই ছাত্রীর প্রাথমিক চিকিৎসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” |
জল বন্ধ |
পাইপ লাইন মেরামতের জন্য আজ, শনিবার বিকেলে বেহালা-সহ দক্ষিণ শহরতলির কিছু এলাকায় জল বন্ধ থাকবে। শুক্রবার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, মেট্রোর কাজের জন্য বহু এলাকায় জল সরবরাহে বিঘ্ন ঘটছিল। ওই পাইপ লাইনে কিছু জায়গায় ভাল্ভ লাগানোর প্রয়োজন। শনিবার তা-ই হবে। সকালে সরবরাহ স্বাভাবিক থাকবে। বিকেলে জল বন্ধ থাকবে বেহালা, বাঁশদ্রোণী, দাসপাড়া, সিরিটি, গাঁধী ময়দান-সহ গার্ডেনরিচের কিছু এলাকায়। |
হাতসাফাই, ধৃত |
ক্রেতা সেজে লক্ষাধিক টাকার পাথর হাতসাফাইয়ের অভিযোগে গ্রেফতার হলেন এক মহিলা। বৃহস্পতিবার, গড়িয়াহাট থানার একটি সোনার দোকানের ঘটনা। ধৃতের নাম নিবেদিতা মুখোপাধ্যায়। পুলিশ জানায়, সকালে ওই মহিলা দোকানে গিয়ে কয়েক ঘণ্টা ধরে মূল্যবান পাথর দেখেন। পরে একটি পোখরাজ হাতিয়ে সেখানে একটি নকল পাথর রেখে বেরোতে চান। নকল পাথর দেখে দোকানদারের সন্দেহ হওয়ায় তিনি মহিলাকে আটকে রেখে পাথর পরীক্ষা করান। তবে মহিলার কাছ আসল পাথর না মেলায় তাঁরা পুলিশে জানান। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মহিলা জানান তিনি পাথর গিলে ফেলেছেন। পেটের এক্স-রে রিপোর্টে তাঁর খাদ্যনালিতে পাথর মিলেছে। এখনও সেটি উদ্ধার হয়নি। |
দুষ্কৃতী গ্রেফতার |
মারধর করে টাকা ও গয়না লুঠের অভিযোগে গ্রেফতার হল চার যুবক। শুক্রবার, দমদম স্টেশনের কাছ থেকে। ধৃতদের নাম সুরজিৎ মজুমদার, কুণাল চৌধুরী, সুদীপ দাস ও শুভজিৎ চন্দ্র। পুলিশ জানায়, ২ ফেব্রুয়ারি রাতে খড়দহের বাসিন্দা আনন্দ রায়কে কাজের টোপ দিয়ে একটি বাড়িতে ডাকেন স্থানীয় এক যুবক। আনন্দবাবুর অভিযোগ, সেখানে তাঁর থেকে টাকা, মোবাইল ও সোনার আংটি কেড়ে নেয় ওই যুবকেরা। পরে তাঁকে দমদম স্টেশনে ছেড়ে দিয়ে যায়। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে দু’টি আংটি, মোবাইল এবং ড্রাইভিং লাইসেন্সটি মিলেছে। |
উৎসাহের হাত |
বেনিয়াপুকুর লাইব্রেরি ও রিডিং ক্লাবের উদ্যোগে এলাকার চারটি স্কুলের ৪০জন দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হল। প্রতিষ্ঠানের সভাপতি রঞ্জিত ভট্টাচার্য তাঁর প্রয়াত স্ত্রী গীতা ভট্টাচার্যের স্মরণে সম্প্রতি লাইব্রেরি ভবনে ওই পড়ুয়াদের পুরস্কৃত করেন। বেনিয়াপুকুরের দেবেন্দ্র বিদ্যাপীঠ, কুরেশি স্কুল, তাঁতিবাগান বয়েজ এবং নেহরু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা তাঁদের স্কুলের মেধাবী ছাত্রছাত্রীদের তালিকা পাঠিয়েছিলেন। |
বই বিতরণ |
ধাপায় দুর্গাপুর নতুন পল্লির উন্নয়ন সমিতি সম্প্রতি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করল। বিধায়ক স্বর্ণকমল সাহা ছাত্র ছাত্রীদের মধ্যে বইগুলি বিতরণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন তারক মণ্ডল। |
|
|
|
|
|