কেউ জালিয়াতি করে চার-পাঁচটা করে প্রেম করবে, আবার কেউ খ্যাপার মতো খুঁজে ফিরেও মনের মানুষ পাবে না তা হবে না। সক্কলের প্রেমের অধিকার নিশ্চিত করা চাই। এই দাবিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াইশো ‘প্রেম-বঞ্চিত’ ছাত্র-ছাত্রী শুক্রবার উদাত্ত স্লোগানে গলা ফাটালেন, মিছিল করলেন হাতে পোস্টার নিয়ে।
রিকশাওয়ালা থেকে ছোট দোকানি বা পথচলতি মানুষ ভ্যালেন্টাইন দিবসে এমন অভিনব মিছিল দেখে অবাক হয়েছেন, ছেলেপুলেদের দাঁড় করিয়ে জানতে চেয়েছেন কী চায় এরা। যাদের আয়োজনে মিছিল, সেই ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত বঞ্চিত প্রেমিক সংঘের’ সদস্যরা গম্ভীর মুখে তাঁদের বুঝিয়েছেন। অনেকে সব শুনে মাথা নেড়ে সমবেদনা জানান “ঠিকই, ভণ্ড প্রেমিকদের জন্যই তো সকলের মনের মানুষ জুটছে না। জাল প্রেমিকরা হুঁশিয়ার!” কেউ আবার লাজুক হেসে মাথা চুলকোচ্ছেন। স্বগতোক্তি করছেন, “কালে কালে কতই হল!” ‘বঞ্চিত প্রেমিক’রা কিন্তু ষোলো আনা সিরিয়াস। বঙ্গবন্ধু হলের সামনে সারি দিয়ে দাঁড়ানো ছেলে-মেয়েরা তুলে নিয়েছেন রংবেরঙের পোস্টার। তাতে লেখা ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না’, ‘হৈ-হৈ রই-রই, ভণ্ড প্রেমিকরা গেল কই?’, ‘এক দফা এক দাবি, প্রেম হোক সর্বজনীন!’ সঙ্গে হাত ছুড়ে স্লোগান ‘ভণ্ডামি চলবে না! চলবে না, চলবে না’! ভরদুপুরে বিশ্ববিদ্যালয় চত্বর পরিক্রমা করে মিছিল শেষ হয় কলা ভবনের সামনে। আয়োজকদের এক জন ব্যাখ্যা করেন, “ভণ্ড প্রেমিকের সংখ্যা বেড়ে গিয়েছে। তারা একসঙ্গে অনেকের সঙ্গে প্রেম করছে। আর কেউ কেউ মনে অবসাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কালো ছায়া থেকে ভালবাসাকে মুক্ত করতে হবে।” |