শংসাপত্র পেতে ঘুষ, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
তফসিলি জাতি-উপজাতির শংসাপত্র পেতে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট বিভাগের কর্মী, ইন্সপেক্টরের নামে। দক্ষিণ দিনাজপুরের ঘটনা। অভিযোগ, বিডিও অফিসে এসসি-এসটি জাতি শংসাপত্র পাওয়ার জন্য আবেদন জমা দেওয়ার পর ঠিকানা ও মোবাইল নম্বর দেখে কিছু লোক সংশ্লিষ্ট বিভাগের কর্মী পরিচয় দিয়ে বাড়ি যাচ্ছেন। ৫-৭ হাজারে টাকায় দ্রুত শংসাপত্র পাওয়া যাবে বলে টোপ দিচ্ছে তারা। বিডিও শুভ্রজিৎ গুপ্ত বলেন, “লিখিত ভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
|
শ্রেণিকক্ষ উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পুন্ডিবাড়ি জিডিএল বালিকা বিদ্যালয় ও নাটাবাড়ি হাইস্কুলে নবনির্মিত ছ’টি শ্রেণিকক্ষ উদ্বোধন হল বৃহস্পতিবার। তুফানগঞ্জে রাজকন্যা গায়ত্রী দেবীর নামাঙ্কিত দোতলা ভবনের এক তলার তিনটি ঘর পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ, দোতলার তিনটি ঘর সর্বশিক্ষা মিশন প্রকল্পের জেলা আধিকারিক আমিনুল আহসান উদ্বোধন করেন। |