|
|
|
|
মোদীর নামে প্রার্থী হতে হিড়িক রাজ্যে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নরেন্দ্র মোদী-হাওয়ায় এ বার বিজেপি-র হয়ে ভোটে লড়তে চাওয়ার হিড়িক পড়েছে রাজ্যে! এখনও পর্যন্ত রাজ্যের ৪২টি লোকসভা আসনের জন্য প্রার্থী হতে চেয়ে ৫৩৪ জন আবেদন করেছেন বলে বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহের দাবি! রাজ্যে বিধানসভা ভোটেও টিকিট পেতে আবেদন আগে জমা পড়েনি বলে তিনি জানান। শেষ পর্যন্ত
অবশ্য টিকিট-প্রত্যাশীদের অধিকাংশকেই খালি ফেরাতে হবে বিজেপি-কে। রাজ্য নেতৃত্বের সিংহ ভাগই ভোটে প্রার্থী হবেন। তবে পদ্মফুল প্রতীকে ভোটে দাঁড়ানোর জন্য এমন বিপুল দরখাস্ত পেয়ে উৎসাহিত রাজ্য বিজেপি নেতৃত্ব!
সদ্য বিজেপি-তে আসা বিশিষ্টদের কেউ কেউও ভোটে লড়তে ইচ্ছুক। রাহুলবাবুর ধারণা, সব মিলিয়ে লোকসভা আসনের টিকিটের জন্য প্রায় ৬০০ আবেদনপত্র তাঁদের কাছে জমা পড়বে। রাজ্য বিজেপি-র নির্বাচন কমিটি ১৭ ফেব্রুয়ারি সব আবেদনপত্র দেখে প্রাথমিক তালিকা তৈরি করবে। রাহুলবাবু বৃহস্পতিবার বলেন, “ওই প্রাথমিক তালিকা নিয়ে রাজ্য নেতৃত্বের প্রতিনিধিদল ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম সপ্তাহে দিল্লি যাবেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত প্রার্থীতালিকা হবে।”
টিকিটের এত চাহিদা কেন? রাহুলবাবুর ব্যাখ্যা, “দেশের মানুষ মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এই রাজ্যও তার ব্যতিক্রম নয়। ২০১১-র বিধানসভা ভোটে রাজ্যে মমতা-হাওয়া চলছিল। এখন সারা দেশে তেমনই মোদী-হাওয়া চলছে।” এমতাবস্থায় প্রার্থী বাছাই করা হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে। তাই কাল, শনিবার সব জেলা নেতৃত্বের সঙ্গেও রাজ্য নেতৃত্ব আলোচনায় বসবে।
রাজ্য বিজেপি সূত্রের খবর, জেলা নেতৃত্বের সঙ্গে কথার পরে ২০ ফেব্রুয়ারি থেকে প্রচারে নামবে দল। ও দিন থেকেই রাজ্যে বিজেপি-র ‘ওয়ান নোট, ওয়ান ভোট’ কর্মসূচি শুরু হবে। রাহুলবাবুর কথায়, “বিজেপি-র টাকা নেই। তাই মোদীকে প্রধানমন্ত্রী করতে জনগণের কাছেই যাব। মোদীর জন্য ‘প্রধানমন্ত্রী তহবিল’ নামে বিজেপি-র নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটের পাশাপাশি একটি করে টাকার নোটও চাইবেন। দশ থেকে হাজার টাকা পর্যন্ত যে কোনও মূল্যের নোট তাঁরা গ্রহণ করবেন। |
|
|
|
|
|