টুকরো খবর
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা
রঘুনাথপুর কলেজ মাঠে বুধ ও বৃহস্পতিবার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহের পরিদর্শক প্রিয়নাথ হালদার। তিনি জানিয়েছেন, ৩০ বিভাগে জেলার ১৬টি কলেজ থেকে ২০০-র বেশি প্রতিযোগী যোগ দিয়েছিলেন। ওই অনুষ্ঠান দেখতে বহু ক্রীড়াপ্রেমী সেখানে ভিড় করেছিলেন।

দুর্ঘটনায় আহত
পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবককে বুধবার সন্ধ্যায় মানবাজারের দোলদেড়া গ্রামের বাঁকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। অশোক বাগড়ি নামে ওই যুবককে প্রথমে মানবাজার গ্রামীণ হাসপাতাল ও রাতে টাটানগরে স্থানান্তরিত করা হয়। মানবাজারের পোদ্দারপাড়ার বাসিন্দা অশোক ব্যবসার কাজ সেরে মোটরবাইকে মানবাজার-বান্দোয়ান রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। তখনই কোনও গাড়ির সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয় বলে পুলিশের অনুমান।

প্রৌঢ়ের দেহ উদ্ধার
বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃত কৃষ্ণচন্দ্র পাতরের (৫০) বাড়ি রঘুনাথপুর থানার বাবুগ্রামে। বুধবার রাতে তাঁর দেহ মেলে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে বাড়ির মধ্যেই মাফলারের ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন পেশায় দিনমজুর ওই ব্যক্তি। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

চেম্বারেই অজ্ঞান নকুল মাহাতো
ডাক্তার দেখাতে এসে চেম্বারেই অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পুরুলিয়ার অশীতিপর সিপিএম নেতা নকুল মাহাতো। বুধবার বিকেলে তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। দলের জেলা সম্পাদক থাকাকালীন তিনি পুরুলিয়া শহরের নামোপাড়ায় দলীয় কাযার্লয়েই থাকতেন। জেলা সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে তিনি পুঞ্চা থানার ন’পাড়ায়, গ্রামের বাড়িতেই থাকেন। এ রাজ্যে সিপিএমের জেলা সম্পাদকের পদে দীর্ঘদিন থাকার নজির গড়েছেন যে কয়েক জন নেতা, নকুলবাবু তাঁদের অন্যতম। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। বুধবার পুরুলিয়া শহরের তাঁকে এক চিকিৎসকের কাছে তাঁকে দেখানোর জন্য নিয়ে আসা হয়েছিল। তাঁর ছেলে সাম্যবিপ্লব মাহাতো বলেন, “ডাক্তারের চেম্বারেই বাবা আচমকা জ্ঞান হারান। ডাক্তার বাবাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।” হাসপাতাল সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল অবধি নকুলবাবুর স্যালাইন চলেছে। তার পরে খানিকটা সুস্থ বোধ করেছেন তিনি। জ্ঞান হারানোর কারণ জানতে স্ক্যান করা হয়েছে।

হাসপাতালে ভর্তি স্ত্রী-ও
তাঁর বিরুদ্ধে স্বামীর নিম্নাঙ্গে বঁটির কোপ মারার অভিযোগ উঠেছিল। বিষ্ণুপুর শহরের বাসিন্দা, সেই গৃহবধূও শরীরে আঘাত নিয়ে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি হলেন। ওই হাসপাতালেই চিকিৎসাধীন তাঁর স্বামী। তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, সন্দেহ করেই স্ত্রী বুধবার বঁটি নিয়ে তাঁর নিম্নাঙ্গে কোপ মেরে ছেলেকে নিয়ে পালিয়ে যান বলে স্বামীর অভিযোগ। যদিও বধূটির দাবি, “চার বছর ধরে অন্য একটি মেয়ের সঙ্গে স্বামীর প্রেম। সেই থেকে নির্যাতন চলছে আমার উপরে। বুধবার দুপুরে স্বামী আমাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছিল। আমি কোনও রকমে হাত ছাড়িয়ে ওর গায়ে বঁটি ছুড়ে দিয়ে ছেলেকে নিয়ে বাপের বাড়ি পালিয়ে প্রাণ বাঁচাই।” হাসপাতালের শল্য চিকিৎসক শৈবাল বেরা এ দিন জানান, ওই মহিলার হাতে আঘাত রয়েছে। তিনি মানসিক ভাবেও বিধ্বস্ত। পুলিশ জানিয়েছে, মহিলার বাবা জামাইয়ের বিরুদ্ধে মেয়ের উপরে অত্যাচার চালিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ জানিয়েছেন। আবার হাসপাতালে ভর্তি যুবকটির মা বউমার বিরুদ্ধে ছেলেকে খুনের চেষ্টার পাল্টা অভিযোগ দায়ের করেছেন। পুলিশ দু’টি অভিযোগই খতিয়ে দেখছে।

চোলাইয়ের বিরুদ্ধে অভিযানে মহিলারা
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে অবৈধ চোলাই ঠেক ভাঙলেন কোতুলপুরের বিডিও অভিনন্দা মুখোপাধ্যায়। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কোতুলপুরের দাসপাড়া এলাকায় চলে ওই অভিযান। বিডিও বলেন, “দাসপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মদের ঠেক চলছে। বিশেষ করে মহিলাদের কাছ থেকেই অভিযোগ আসছিল। ১৫টি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় দেড়শো মহিলাকে নিয়ে অভিযান চালানো হয়। নষ্ট করা হয় ৫৫ টিন চোলাই।” বিডিও জানান, খড়ের গাদায়, পুকুরের জলে, রান্না ঘরের চালায় লুকনো ছিল চোলাই তৈরির সরঞ্জাম। মহিলারাই আঁতিপাতি খুঁজে বের করে নষ্ট করেন।

রঘুনাথপুরের মেয়ে উদ্ধার বান্দোয়ানে
রঘুনাথপুর থেকে নিখোঁজ হওয়া এক তরুণীকে বান্দোয়ান থানার পুলিশ বৃহস্পতিবার উদ্ধার করেছে। বছর কুড়ির ওই তরুণীর নাম রুমা বাউরি। রঘুনাথপুর থানার সানেড়া গ্রামের বাসিন্দা রুমা গত ৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। ওই গ্রামের বাসিন্দা, পেশায় হাইস্কুলের শিক্ষক অশোক রজক বলেন, “পড়শি সুভাষ বাউরির মেয়ে রুমাকে এক সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছিল না। বান্দোয়ানে আমি শিক্ষকতা করি। রুমাকে সকালে ইতস্তত ঘুরে বেড়াতে দেখে বাসিন্দারা পুলিশে খবর দেন।” সুভাষবাবু বলেন, “মেয়ের এখানে খোঁজ পাব ভাবিনি।” এ দিন তরুণীকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.