গভীর রাতে জানলা দিয়ে ঘরে ঢুকে এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সুজিত দাস। তার বাড়ি ওই এলাকাতেই। বুধবার সুজিতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই রাতে মহিলা তিন সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে দু’টি ঘর। অন্য ঘরে ঘুমিয়েছিলেন তাঁর শাশুড়ি। মহিলার অভিযোগ, রাত সাড়ে ১১টা নাগাদ শাশুড়ির ঘরে জানলা দিয়ে ওই যুবক ঘরে ঢোকে। তার পরে এ ঘরে এসে তাঁকে ধর্ষণ করতে গেলে তিনি জেগে উঠে চিৎকার করলে শাশুড়ির ঘুম ভেঙে যায়। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। যুবকটিকে ধরে মারধর শুরু করলে সে পালিয়ে যায়। পরে এলাকা থেকেই তাকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরায় সুজিত জানিয়েছে মহিলার সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এ দিন সন্ধ্যায় মহিলাকে তাকে ফোন করে যেতে বলেছিল। কিন্তু কাজে দেরি হওয়ায় সে রাতে যায়। ঘটনা শাশুড়ি জেনে ফোতেই এই বিপত্তি। যদিও মহিলা এ সব ঘটনা অস্বীকার করেছেন।
|
দিদির সঙ্গে স্বামীর সহবাসের ব্যবস্থা করিয়ে না-দেওয়ায় তাকে নির্যাতন করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ দত্তপুকুরের গঙ্গাপুর নরেন্দ্রপল্লির এক কিশোরীর। গত ৯ ফেব্রুয়ারি দত্তপুকুর থানায় বধূ স্বামী, তার বাবা-মা ও দাদুর বিরুদ্ধে বধূ নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করা হলেও তারা ব্যবস্থা নেয়নি বলে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ সুপারের কাছে নালিশ জানিয়েছেন কিশোরীর মা। অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “তদন্ত হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতার করা হবে।” কিশোরীর বাড়ির অভিযোগ, গত বছর জুলাইয়ে যে যুবক তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল, মীমাংসা করতে গিয়ে পুলিশ তার সঙ্গেই বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তাই এই পরিণতি। যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ধর্ষণের কোনও অভিযোগই তাদের কাছে আসেনি। তবে বধূ নির্যাতনের অভিযোগ পেয়ে যুবক ও তার পরিবারের লোকেদের খোঁজা হচ্ছে। তারা পলাতক।
|
ম্যাটাডর ও মোটর ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল এক প্রৌঢ়ের। ক্ষতি হয়েছে রাস্তার ধারে একটি দোকানের। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বসিরহাটের ফাল্গুনি সিনেমার সামনে টাকি রোডে ওই দুর্ঘটনায় মারা যান স্থানীয় চৌরচর গ্রামের আজিবর সর্দার (৫৫)। তিনি মোটর ভ্যানের চালক। পুলিশ ম্যাটাডরটি আটক করেলেও চালক ও খালাসি পলাতক। এ দিন ভোর ৫টা নাগাদ ত্রিমোহিনীর দিক থেকে চিংড়ি বোঝাই মোটর ভ্যানটি আসছিল। সেই সময় উল্টোদিক থেকে আসা দু’টি ম্যাটাডর রেষারেষি করছিল। মোটর ভ্যানটির কাছাকাছি এসে একটি ম্যাটাডর আর একটিকে ওভারটেক করতে গেলে ভ্যানটিকে ধাক্কা মারে।
|
গাড়ি চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। জখম হন এক সাইকেল আরোহী। তাঁকে নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার রামনগরের ভাদুড়া-নৈনান মুদিপুর বাসমোড়ে ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন সোনাই মল্লিক (৪০)। তাঁর বাড়ি স্থানীয় অনন্তপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, এ দিন বেলা দেড়টা নাগাদ কারখানায় যাওয়ার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে সোনাই দেবীকে চাপা দিয়ে রাস্তার ধারে উল্টে যায়। |