মুদগল কমিটির রিপোর্টের রেশ এসে পড়ল মহেন্দ্র সিংহ ধোনির ভারতীয় দলে। যার জেরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে বৃহস্পতিবার মাঝপথে বন্ধ হয়ে গেল শিখর ধবনের সাংবাদিক সম্মেলন। সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, দ্বিতীয় টেস্ট প্রসঙ্গ ছাড়া আর কোনও বিষয় প্রশ্ন নয় ওয়েলিংটনে এ দিন ভারতীয় দলের সাংবাদিক বৈঠকে এমনই ফতোয়া জারি করা হয়। অধিনায়ক ধোনি অবশ্য টেস্ট শুরুর আগের দিন প্রথাগত সাংবাদিক সম্মেলনে নিজে না এসে পাঠিয়ে দেন ধবনকে।
ধবন চেয়ারে বসার আগেই ভারতের মিডিয়া ম্যানেজার পরিষ্কার বলে দেন, “টেস্ট ছাড়া অন্য কোনও বিষয়ে প্রশ্ন করবেন না, প্লিজ।” কিন্তু সাংবাদিক সম্মেলন কিছুটা চলার পরেই এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, দেশজুড়ে আইপিএল বিতর্কের মধ্যে কী ভাবে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি সারছেন? শোনা মাত্রই প্রশ্নকর্তাকে থামিয়ে দেন ম্যানেজার আর এন বাবা। যিনি আবার ভারতীয় ক্রিকেট মহলে শ্রীনি-ঘনিষ্ঠ বলে পরিচিত। এর পর মাঝপথে সাংবাদিক বৈঠকই বন্ধ করে দেন তিনি।
প্রশ্নটা সরাসরি ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি সংক্রান্ত না হওয়া সত্ত্বেও কেন এ ভাবে মাঝপথে সাংবাদিক বৈঠক বন্ধ করে দেওয়া হল, তার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেনি ভারতীয় বোর্ড বা টিম ম্যানেজার। তবে ফিক্সিং কেলেঙ্কারি আর মুদগল রিপোর্টের ঝড় যে নিউজিল্যান্ডে ভারতীয় শিবিরেও আছড়ে পড়েছে, তা এই ঘটনাতেই স্পষ্ট। ধোনির সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার মধ্যে অনেকেই এই ঘটনার রেশ দেখছেন।
গত বছর আইপিএল কেলেঙ্কারি যখন প্রথম ফাঁস হয়েছিল, তখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে নিরুত্তর ছিলেন ধোনি। সেই বৈঠকের সঞ্চালনার কাজও করেছিলেন বাবা। আর এ বার তো সাংবাদিক বৈঠকই বন্ধ করে দেওয়া হল। |