রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রেটিং ৮/১০।
কেন ব্যাটিং মারাত্মক। কোহলি, যুবরাজ, গেইল, ডে’ভিলিয়ার্স। ঘরোয়া বোলারদের নিয়ে বোলিংও ভাল। সঙ্গে মুরলীধরন।
এক্স ফ্যাক্টর ক্রিস গেইল।
শক্তি পাঁচ-ছ’জন ম্যাচ উইনার।
দুর্বলতা স্পিন বোলিং। মুরলী ছাড়া বিশ্বমানের স্পিনার নেই।
মুম্বই ইন্ডিয়ান্স
রেটিং ৮/১০
কেন সচিনের জায়গায় মাইক হাসি কাজে আসবে। সঙ্গে কোরি অ্যান্ডারসন। যার বিস্ফোরক ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও ধরতে হবে। বোলিংও ব্যালান্সড।
এক্স ফ্যাক্টর মাইকেল হাসি।
শক্তি অলরাউন্ড বোলিং অ্যাটাক। মালিঙ্গা, কোরি, জাহির পেসারদের মধ্যে। গতি চাইলে, মার্চেন্ট ডি’ল্যাঞ্জ। স্পিনার হরভজন, প্রজ্ঞান ওঝা। এত ব্যালান্সড বোলিং কারও নেই।
দুর্বলতা ওপেনিংয়ে হাসির পার্টনার পাচ্ছি না।
চেন্নাই সুপার কিংস
রেটিং ৮.৫/১০
কেন নিউক্লিয়াসটা এক আছে। ধোনি, রায়না, ব্র্যাভো, অশ্বিন, জাডেজা। সঙ্গে ওপেনিংয়ে সম্ভবত দু’প্লেসি-ব্রেন্ডন ম্যাকালাম।
এক্স ফ্যাক্টর মহেন্দ্র সিংহ ধোনি।
শক্তি ধোনির ক্যাপ্টেন্সি। ব্যাটিংয়ে ও নিজেকে ফ্লোটার হিসেবে ব্যবহার করতে পারবে। টিমটার ব্যাটিংও খুব ডিপ।
দুর্বলতা বোলিং ভাল কিন্তু অসাধারণ নয়। হিলফেনহস অনেক সময়ই ফর্ম হাতড়ায়। নেহরাও তাই।
কলকাতা নাইট রাইডার্স
রেটিং ৫/১০
কেন নতুনত্ব নেই। সেই কালিস, পাঠান, গম্ভীর, সাকিব। সঙ্গে উথাপ্পা। যে কি না শেষ তিন বছরে কিছু করেনি। চাওলাও কেন, বুঝলাম না। গম্ভীরের সঙ্গী কে, জানি না। মিডল অর্ডারে পাঠান কবে খেলবে, ও নিজেও জানে? রাসেলের প্রতিভা আছে, কিন্তু সে রকম কিছু করেনি।
এক্স ফ্যাক্টর কেউ যদি হয়, সুনীল নারিন।
শক্তি স্পিন। নারিন-সাকিব। চাওলা খেললেও কী করবে কেউ জানে না।
দুর্বলতা ব্যাটিং নড়বড়ে। গম্ভীর ফর্মে নেই। কালিস কেরিয়ারের শেষ দিকে। ইমপ্যাক্ট প্লেয়ারও নেই। |
এ বার পঞ্জাবের জার্সি গায়ে জনসন। |
কলকাতার ভরসা সেই গম্ভীরই। |
|
রাজস্থান রয়্যালস
রেটিং ৮/১০
কেন রাহানে, ফকনার, বিনি, ওয়াটসন, স্যামসনকে রেখে দিয়েছে। টি-টোয়েন্টির উপযুক্ত উন্মুক্ত চন্দকে পেয়েছে। অভিষেক নায়ারের মতো ভাল অলরাউন্ডারও আছে।
এক্স ফ্যাক্টর শেন ওয়াটসন।
শক্তি টিম স্পিরিট। ওরা একটা ইউনিট হিসেবে খেলে।
দুর্বলতা বাইরের মাঠে পারে না।
দিল্লি ডেয়ারডেভিলস
রেটিং ৮/১০
কেন ব্যালান্সড টিম। দীনেশ কার্তিক, লক্ষ্মীরতন শুক্ল-র মতো ভারতীয় প্লেয়ার আছে যেমন, তেমন পিটারসেন, জেমস নিশাম, দুমিনির মতো বিদেশিও আছে। বোলিংয়ে কুল্টার নাইলের সঙ্গে মহম্মদ শামি।
এক্স ফ্যাক্টর পিটারসেন। গ্যারি কার্স্টেন। কোচ কার্স্টেন দুর্দান্ত ম্যান ম্যানেজার।
শক্তি কেপি-র ক্রিকেট মস্তিষ্ক। আইপিএল যেখানেই হোক, ও জানে কী ভাবে খেলতে হয়। টিমটার বোলিংয়েও বৈচিত্র আছে।
দুর্বলতা সব নতুন প্লেয়ার। গুছিয়ে নিতে হবে।
কিংস ইলেভেন পঞ্জাব
রেটিং ৮.৫/১০
কেন আইপিএল সেভেনের সেরা টিম। বোলিংয়ে মিচেল জনসন— বিশ্বের ভয়ঙ্করতম ফাস্ট বোলার। ব্যাটিংয়ে— জর্জ বেইলি, সহবাগ, ম্যাক্সওয়েল। কিপিংয়ে— ঋদ্ধিমান সাহা। দেশের এক নম্বর। ০-২ হয়ে গেলে— চেতেশ্বর পূজারা। আর কিছু চাই?
এক্স ফ্যাক্টর বীরেন্দ্র সহবাগ। কারণ, দিল্লি ওর সঙ্গে ভাল ব্যবহার করেনি। ও শোধ নেবে।
শক্তি ওই ব্যাটিং। সঙ্গে আবার ডেভিড মিলার। আইপিএল সিক্সের ‘মিলার দ্য কিলার’কে কে ভুলেছে?
দুর্বলতা স্পিনার। মাত্র একজন— মুরলী কার্তিক।
সানরাইজার্স হায়দরাবাদ
রেটিং ৮.৫/১০
কেন আর সি বি-র মতো ব্যাটিং মারাত্মক। ফিঞ্চের সঙ্গে ওয়ার্নার, শিখর ধবন। পরের দিকে ড্যারেন স্যামি। বোলিংয়ে? ডেল স্টেইন। একটা নামই যথেষ্ট। এ ছাড়াও ইশান্ত, ভুবনেশ্বর, ইরফান পাঠানরা থাকবে।
এক্স ফ্যাক্টর ডেল স্টেইন।
শক্তি ব্যাটিং ছাড়াও স্পিন। অমিত মিশ্র, করণ শর্মার সঙ্গে আছে পারভেজ রসুল।
দুর্বলতা ডেল স্টেইন ছাড়া বাকি পেসাররা খুব বেশি রান দেয়। |