|
|
|
|
কাছাড়ে খণ্ডযুদ্ধ, জখম পুলিশকর্তা-সহ চল্লিশ
নিজস্ব সংবাদদাতা • শিলচর
১৩ ফেব্রুয়ারি |
পরিবহণ বিভাগের ‘চেক-গেট’ বসানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কাছাড়ের লায়লাপুর। পুলিশের গুলিতে জখম পাঁচ জন। আহত অতিরিক্ত পুলিশ সুপার-সহ অনেক নিরাপত্তাকর্মী। লাঠিচার্জ, কাঁদানে গ্যাসে ভিড় হঠিয়ে দেওয়া হয়। গণরোষে পুড়ে যায় চেক-গেটটিও।
পুলিশ সূত্রের খবর, শিলচর-আইজল জাতীয় সড়কে কর আদায়ের জন্য বসানো ওই গেট নিয়ে দু’দিন ধরে উত্তপ্ত কাছাড়ের ভাগা, লায়লাপুর। গত রাতে ওই রাস্তায় অবরোধ করেন স্থানীয়রা। অবরোধ সরাতে গিয়ে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে পুলিশ, সিআরপি। সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গুলি চালায় পুলিশ। দু’পক্ষের প্রায় ৪০ জন জখম হন। তাঁদের মধ্যে আছেন জেলার অতিরিক্ত এসপি ধ্রুব বরা। তাঁর চিকিৎসা চলছে। গুলিবিদ্ধ ৫ আন্দোলনকারীকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রাতেই চার আন্দোলনকারী গ্রেফতার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে গাড়িতে আগুন লাগানো ও পুলিশের উপর হামলার অভিযোগ করা হয়েছে। অভিযোগ, গুলি চালানোর পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হলেও, কিছু ক্ষণ পরই ঘটনাস্থলে গিয়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। জ্বালিয়ে দেওয়া হয় ‘বিতর্কিত’ চেক-গেটটিও।
গুলি চালনার প্রতিবাদে আজ স্থানীয় বাসিন্দারা কালো ব্যাজ পড়ে অনশন করেন। এলাকা জুড়ে বন্ধের চেহারা। আতঙ্কে কোনও দোকানপাট খোলেনি। জেলাশাসক গোকুলমোহন হাজরিকা ধলাই থানায় গিয়ে খোঁজখবর নিলেও অনশনকারীদের সঙ্গে দেখা করেননি। |
|
|
|
|
|