উইনডোজ, আই-ফোন, অ্যানড্রয়েড, সব রকম স্মার্টফোনে ব্যবহারের জন্য তৈরি ‘ভ্যালেন্টাইন্স ডে’ উদ্যাপনের এই সব অ্যাপস। প্রেমের যাবতীয় অ আ ক খ শিখে নিতে রয়েছে রকমারি অ্যাপ্স। আনাড়ি থেকে পোড় খাওয়া প্রেমিক হাতে গরম অ্যাপ্স নিয়ে দিনটা ছবির মতো এঁকে ফেলা কঠিন নয় বলেই মনে করছে নতুন প্রজন্ম।
যেমন, প্রযুক্তি আর প্রেমের ক্রমশ বেড়ে চলা যোগাযোগকে বাজি রেখে ‘এক্সপ্রেস লাভ’ অ্যাপস এনেছেন কোচির দুই ইঞ্জিনিয়ারিং স্নাতক। এটি প্রেমের প্রথম ধাপটিকে উৎরে দেবে। মুখ ফুটে মনের কথা বলতে পারেন না অনেকেই। এই অ্যাপ্স-এর মাধ্যমে ফেসবুক বন্ধুদের মধ্যে থেকে তৈরি করে ফেলা যাবে পছন্দের নামের তালিকা। দু’জনের তালিকায় দু’জনের নাম মিলে গেলেই ফেসবুক সে খবর পৌঁছে দেবে। তবে ব্যাপারটি হবে গোপনে। ফেসবুকের দেওয়ালে এর উল্লেখ থাকবে না।
আবার হতে পারে, ঝগড়াঝাঁটির পরে নতুন করে সম্পর্ক তৈরি করতে চান। সব অস্বস্তি কাটিয়ে কী ভাবে এগোবেন পরামর্শ দিতে হাজির অ্যাপ্স। এমন এক অ্যাপস-ও আছে, যা ধাপে ধাপে বিভিন্ন বিষয়ে তথ্য জানিয়ে সাহায্য করবে। ফুল, চকোলেট বা গয়না দেওয়া থেকে প্রেমের গানের তালিকা তৈরি পছন্দের মানুষকে তাক লাগাতে নির্দিষ্ট অ্যাপস কাজে লাগালেই বাজিমাত। আর বাইরে খাওয়া, সিনেমা দেখার মতো বিষয়ে জোম্যাটো, বার্প, বুক মাই শো, বলিউড হাঙ্গামার মতো অ্যাপ্স তো আছেই। |