ভ্যালেন্টাইন্স ডে
প্রেম-প্রযুক্তির মেলবন্ধনই স্মার্টফোন সংস্থার বাজি
ফেসবুক। হোয়াটস্অ্যাপ। টুইটার। স্কাইপ। লাইন। উই চ্যাট। প্রযুক্তির এ সব অস্ত্রে শান দিয়েই জেনারেশন নেক্সট প্রেমে ঝাঁপাচ্ছে। আর প্রেম ও প্রযুক্তির এমন নিবিড় বন্ধনকে পুঁজি করে ‘ভ্যালেন্টাইন্স ডে’-র বাজার ধরতে দৌড়চ্ছে বিভিন্ন প্রযুক্তি সংস্থা।
গয়না, গাড়ি, বৈদ্যুতিন শিল্পের বাকি পাঁচটা পণ্যের সঙ্গে প্রেমের এই উৎসবের বাজারে ঢুকে পড়েছে রকমারি ‘মোবাইল অ্যাপ্লিকেশন’ (অ্যাপস)। তালিকায় আছে মাইক্রোসফটের মতো রাঘববোয়াল থেকে শুরু করে কোচির সদ্য স্নাতকদের সংস্থা সিআইইডি টেকনোলজিস। এই বাজার ৫০০০ কোটি টাকা ছুঁই ছুঁই।

উইনডোজ, আই-ফোন, অ্যানড্রয়েড, সব রকম স্মার্টফোনে ব্যবহারের জন্য তৈরি ‘ভ্যালেন্টাইন্স ডে’ উদ্যাপনের এই সব অ্যাপস। প্রেমের যাবতীয় অ আ ক খ শিখে নিতে রয়েছে রকমারি অ্যাপ্স। আনাড়ি থেকে পোড় খাওয়া প্রেমিক হাতে গরম অ্যাপ্স নিয়ে দিনটা ছবির মতো এঁকে ফেলা কঠিন নয় বলেই মনে করছে নতুন প্রজন্ম।
যেমন, প্রযুক্তি আর প্রেমের ক্রমশ বেড়ে চলা যোগাযোগকে বাজি রেখে ‘এক্সপ্রেস লাভ’ অ্যাপস এনেছেন কোচির দুই ইঞ্জিনিয়ারিং স্নাতক। এটি প্রেমের প্রথম ধাপটিকে উৎরে দেবে। মুখ ফুটে মনের কথা বলতে পারেন না অনেকেই। এই অ্যাপ্স-এর মাধ্যমে ফেসবুক বন্ধুদের মধ্যে থেকে তৈরি করে ফেলা যাবে পছন্দের নামের তালিকা। দু’জনের তালিকায় দু’জনের নাম মিলে গেলেই ফেসবুক সে খবর পৌঁছে দেবে। তবে ব্যাপারটি হবে গোপনে। ফেসবুকের দেওয়ালে এর উল্লেখ থাকবে না।
আবার হতে পারে, ঝগড়াঝাঁটির পরে নতুন করে সম্পর্ক তৈরি করতে চান। সব অস্বস্তি কাটিয়ে কী ভাবে এগোবেন পরামর্শ দিতে হাজির অ্যাপ্স। এমন এক অ্যাপস-ও আছে, যা ধাপে ধাপে বিভিন্ন বিষয়ে তথ্য জানিয়ে সাহায্য করবে। ফুল, চকোলেট বা গয়না দেওয়া থেকে প্রেমের গানের তালিকা তৈরি পছন্দের মানুষকে তাক লাগাতে নির্দিষ্ট অ্যাপস কাজে লাগালেই বাজিমাত। আর বাইরে খাওয়া, সিনেমা দেখার মতো বিষয়ে জোম্যাটো, বার্প, বুক মাই শো, বলিউড হাঙ্গামার মতো অ্যাপ্স তো আছেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.