ভারতের ৯ লক্ষ কোটি টাকার মিউচুয়াল ফান্ড শিল্পের জন্য দীর্ঘ মেয়াদি নীতি প্রণয়নের বিষয়টিতে সায় দিল বাজার নিয়ন্ত্রক সেবি। পাশাপাশি, বৃহস্পতিবার সংস্থা পরিচালনা নিয়েও নতুন নিয়ম আনার প্রস্তাব পাশ করেছে তারা।
নয়া মিউচুয়াল নীতির আওতায় রয়েছে—
• মিউচুয়াল ফান্ড ভিত্তিক অবসর ফান্ডে লগ্নি করলে ৫০ হাজার টাকার কর ছাড়। অথবা আয়কর আইনের ৮০সি ধারায় ছাড়ের অঙ্ক ১ লক্ষ থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা, যার মধ্যে ফান্ডে লগ্নিও পড়বে
• মিউচুয়াল ফান্ডে সংগৃহীত তহবিলের ১% ওই তহবিলেই নিজস্ব অর্থ থেকে জমা দিতে হবে সংস্থাগুলিকে
• ফান্ড সংস্থাগুলির ন্যূনতম নিট সম্পদ হতে হবে ৫০ কোটি
• ইপিএফের ১৫% টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডে রাখার প্রস্তাব। প্রস্তাবগুলি কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
এ দিকে, সংস্থা পরিচালনার নতুন নিয়মগুলির অন্যতম: একই ব্যক্তির একাধিক সংস্থার পরিচালন পর্ষদে স্বাধীন ডিরেক্টর হিসেবে যোগ দেওয়ার ক্ষমতা বেঁধে দেওয়া, সংস্থার সিইও-র বেতন, উত্তরসূরি খোঁজার মতো বিষয়গুলিও। আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম চালু হবে। এর পাশাপাশি, বিভিন্ন প্রকল্পে লগ্নি করার সময় যাতে গ্রাহকদের বার বার কেওয়াইসি জমা দিতে না হয়, তার জন্য একটি কেন্দ্রীয় সংস্থা গঠনের বিষয়েও সায় দিয়েছে সেবি। |
• ইন্ডিয়ান অয়েল— তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল (আইওসি)-এর নিট লোকসান হয়েছে ৯৬১.৪৫ কোটি টাকা। তার আগের বছর একই সময়ে সংস্থাটির নিট মুনাফা হয়েছিল ৩,৩৩১.৯৬ কোটি টাকা। মূলত কেন্দ্র ভর্তুকি খাতের পুরো টাকা না দেওয়াতেই এ বার তাদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আইওসি। পাশাপাশি, টাকার দামের পতনও মুনাফা কমার অন্যতম কারণ। তবে এই সময় তাদের বিক্রি সামান্য হলেও বেড়েছে। দাঁড়িয়েছে ১,১৭,৪১৫.১৮ কোটিতে।
এ দিকে, বাজারে শেয়ার না ছেড়ে সংস্থাটির ১০% শেয়ার বিক্রি করা হবে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর। সে ক্ষেত্রে ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়াকে ওই শেয়ার বিক্রি করা হতে পারে। বর্তমান বাজার দরে এই শেয়ার বিক্রি থেকে ৫,৩০০ কোটি টাকা ওঠার আশা।
• ওএনজিসি— গত ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা ২৮% বেড়ে হয়েছে ৭,১২৬ কোটি টাকা। টাকার দাম কমা সংস্থাটির ক্ষেত্রে শাপে বর হয়ে দাঁড়িয়েছে। এর জেরেও তাদের লাভ অনেকটাই বেড়েছে। |