দাদু ঠাকুমার জন্য মন খারাপ করছিল বছর দশেকের ছেলেটার। ব্যস্ত বাবা-মায়ের মোটেই সময় মেলেনি ৬০ কিলোমিটার দূরের শহর ভালড্রেসে ছেলেকে নিয়ে যাওয়ার। সেখানেই যে থাকেন দাদু-ঠাকুমা। কিন্তু পরোয়া করেনি ছেলে। বাবা-মায়ের গাড়ির চাবি চুরি করে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বৃহস্পতিবার ভোর ছ’টা নাগাদ। অসলো থেকে ১১০ কিলোমিটার উত্তরের শহর দোক্কার ঘটনা।
ঝিরঝিরে তুষারপাতে ঘুমিয়ে ছিল শহর। ঘুমিয়ে ছিলেন তার বাবা-মাও। সেই সুযোগে একাই গাড়ি বার করে ছেলে। তবে এই আনন্দ থেকে বছর দেড়েকের বোনকে বঞ্চিত করতে চায়নি সে। গাড়িতে বসায় তাকেও।
কিন্তু গন্ডগোলটা বাধল ১০ কিলোমিটার যাওয়ার পর। দশ বছরের ছোট্ট হাতের বশ মানল না স্টিয়ারিং। রাস্তার পাশে গড়িয়ে যায় গাড়িটি। ঘটনাটি চোখে পড়ে অন্য এক গাড়ির চালকের। চোখে পড়ে ওই নাবালকের চেহারাও। প্রশ্ন করলে অবশ্য উত্তরও মেলে। “আমি আসলে বামন, তাই এ রকম ছোটখাটো চেহারা।” বলে বসে সেই ছেলে।
আর ড্রাইভিং লাইসেন্স? “ভুল করে বাড়িতে ফেলে এসেছি”, সটান জবাব তার। সন্দেহ হওয়ায় পুলিশে খবর পাঠান তিনি। ঘুম থেকে উঠে ছেলেমেয়ের খোঁজ না পেয়ে তত ক্ষণে পুলিশে খবর দিয়েছেন তাদের বাবা-মাও। দুইয়ে-দুইয়ে চার হতে আর বেশি ক্ষণ লাগেনি। সুস্থ অবস্থায় দুই সন্তানকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। |