তোমায় অ্যাপ-মাঝারে রাখিব...
লাল বেলুন, কনফেট্টি, লাল লিপস্টিক, শপিং মলের আনাচে-কানাচে মন দেওয়া-নেওয়া। প্রেম দিবসে প্রেম-বিকোনোর জবরদস্ত এই অ্যাপগুলোই বা বাদ থাকে কেন!

ভ্যালেনটাইন্স ডে মিউজিক রেডিয়ো
প্রেমের দিন, গানহীন! অসম্ভব...কিন্তু যে সে গান হলে তো চলবে না। এই অ্যাপটা আপনার মনের সেই ইচ্ছে ভেবেই যেন তৈরি। ১০টা মিউজিক স্টেশন থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দসই প্রেমের গান। এর পর? চোখে চোখ, হাতে হাত, আর ভেসে যাওয়া আছড়ে পড়া প্রেম সঙ্গীতের মূর্ছনায়। কী নেই সেখানে! জন ডেনভার থেকে এনরিকে, ‘মুঘল-এ-আজম’ থেকে ‘আমার চোখে, ঠোঁটে, গালে...’।

লেটস ডেট
দিনটা যখন প্রেমের তখন দুঃখী-দুঃখী মুখ নিয়ে কেন ঘুরে বেড়ানো বাপু! ‘সিঙ্গল’ দের ‘মিঙ্গল’ করার এই তো সেরা সুযোগ। হাতে যদি থাকে আইফোন, তা হলে চট করে ডাউনলোড করুন অ্যাপ-টা। আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়েই লগড্ ইন হতে পারবেন। এ বার নিজের ছবি দিয়ে সুন্দর একটা প্রোফাইল বানিয়ে নিন। অন্যদের প্রোফাইল দেখতে পারেন বেনামেই। কারণ এই অ্যাপ ব্যবহার করলে আপনার পরিচয় গোপন থাকবে। যে প্রোফাইল আপনার পছন্দ হবে, তাতে ক্লিক করে দিন। অপর প্রান্ত থেকে উত্তর পেলেই ব্যস, কেল্লা ফতে!

বি-মাইন
স্মার্টফোন ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারেন এই অ্যাপটাও। এই অ্যাপ ব্যবহার করে আপনার ভ্যালেন্টাইনের ছবি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে খুব সুন্দর ডিজাইনের কার্ড বানিয়ে ফেলুন। সেই কার্ড সাজিয়ে ফেলুন হার্ট, কিউপিড, লিপ-য়ের মতো নানা অ্যাসর্টমেন্ট দিয়ে। তাতে নিজের মনের কথাটা লিখে ই-মেল বা ফেসবুক করে দিলেই হল। জাস্ট অপেক্ষায় থাকুন লাল গোলাপের বোকে-টা হাতে আসার।

১০০+ রোম্যান্টিক আইডিয়াস
এ শুধু প্রেমের দিন বললেই তো আর হবে না। পকেটের রেস্তটাও তো দেখতে হবে! ভ্যালেন্টাইনকে নিয়ে বিচে হাঁটতে গিয়ে খরচে না পোষালে এই অ্যাপ আপনার সমস্যা সমাধান করে দেবেই। খুব কম খরচে আপনার ভ্যালেন্টাইনের মন জয় করতে এই আইডিয়াগুলো দারুণ কাজে লাগবে আপনার। ফোনে শিগ্গির ডাউনলোড করে নিন, দেরি করবেন না...

লাভ মিটার
ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন তুমি কার? আপনার তো বটেই! কিন্তু কখনও মেপে দেখেছেন কতটা ভালবাসেন তিনি আপনাকে? চিন্তা নেই। ফেসবুকের এই অ্যাপ-য়েই
মেপে নিতে পারবেন উত্তাপ বাড়ছে, না কমছে। আর অবশ্যই সেই বুঝেই ব্যবস্থা। ফাঁকিবাজি? উঁহু, নো চান্স!


আনটাচেবল লাভার
এই গেমিং অ্যাপ-টা ডাউনলোড করে দেখতে পারেন আপনার ভালবাসা নিঃশর্ত কিনা। প্রেমিকাকে বাঁচাতে মরিয়া প্রেমিককে এখানে আগুনে পুড়তে হয়, জলে ডুবে
যেতে হয়, আবার ঠান্ডায় জমে গিয়ে মৃত্যুর মুখোমুখিও হতে হয়। তবেই বেঁচে থাকতে পারে প্রেমিকা। তবে হ্যাঁ, প্রেমিকাকেও কিন্তু সেই একই পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে তার ভালবাসাও নিঃশর্ত।

দূরত্ব কোনও ব্যাপারই নয়
ফেসটাইম, স্কাইপ: মুখোমুখি কথা বলার, না না, বনলতা সেন না, অ্যাপ। ফেসটাইম আর স্কাইপ। দু’টো অ্যাপসের মাধ্যমে বিনা পয়সায় ভিডিয়ো কনফারেন্সিং করা যায়। অবশ্য ফেসটাইম শুধুমাত্র ম্যাকবুক, আইপড বা আই ফোন-য়েই সম্ভব। স্কাইপ যে কোনও কম্পিউটার বা স্মার্ট ফোনেই সম্ভব। আর কী! এই কূলে আমি আর ওই কূলে তুমি/ মাঝখানে ফেসটাইম...

স্ন্যাপচ্যাট
ভ্যালেনটাইন্স ডে-কে জমজমাট করতে আর একটা অ্যাপেরও সাহায্য নিতে পারেন। স্ন্যাপচ্যাট। শুধু চ্যাটের দিন এখন শেষ। এ বার প্রেমকে একটু স্পাইসি করুন। ভি ডে-র সকালে নিজের একটা সেক্সি সেলফি পাঠিয়ে দিন ওকে। ভয় নেই, অন্য কেউ দেখতে পাবে না সে ছবি। দেখার কয়েক সেকেন্ডের মধ্যে নিজে থেকেই ডিলিট হয়ে যাবে সে ছবি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.