নেপালে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)-এর দুই শীর্ষ নেতা টম অধিকারী ও মঞ্চলাল সিংহের ধরা পড়ার ব্যাপারে এক রকম নিশ্চিত হওয়া গেলেও এ রাজ্যের পুলিশ এখনও তাদের হাতে পায়নি। তার মধ্যেই কেএলও-কে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠাল রাজ্য সরকার। কেন এই আবেদন, চিঠিতে তার সবিস্তার ব্যাখ্যাও দিয়েছে প্রশাসন।
নবান্ন সূত্রের খবর, গোয়েন্দা পুলিশ (আইবি)-এর সুপারিশের ভিত্তিতে দিন কুড়ি আগে কেএলও-কে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। রাজ্য প্রশাসনের এক কর্তা বলেন, “ওই সংগঠনকে বাতিল করা হবে, এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরেই দিল্লির কাছে আবেদন জানানো হয়েছে। আশা করা যায়, খুব তাড়াতাড়ি ইতিবাচক জবাব মিলবে।”
রাজ্য প্রশাসন জানাচ্ছে, কয়েক বছর চুপচাপ থাকার পরে ২০১২-র শেষ দিকে ফের নাশকতামূলক কাজকর্ম শুরু করে কেএলও। শুধু ২০১৩ সালেই উত্তরবঙ্গের ছ’টি জেলায় তারা ২০টিরও বেশি নাশকতা ঘটিয়েছে। সম্প্রতি জলপাইগুড়ি ও মালদহে দু’টি হামলার পরে কেএলও-কে নিষিদ্ধ করার জন্য রাজ্যের তরফে ফের তৎপরতা শুরু হয়ে যায়।
পুলিশের বক্তব্য, টম-সহ জনা দশেক প্রথম সারির নেতা জামিনে মুক্তি পাওয়ায় পরেই কেএলও নতুন করে মাথাচাড়া দিয়েছে। এর ফলে গত এক বছর ধরে ওই জঙ্গি গোষ্ঠী একের পর এক বেপরোয়া নাশকতা চালিয়ে উত্তরবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কার্যত চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলে মনে করছেন রাজ্যের পুলিশকর্তারা। মূলত সেই কারণেই ওই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার আর্জি জানানো হয়েছে বলে নবান্নের খবর। |