টুকরো খবর
ভোটে দাঁড়াতে প্রস্তুত
আসন্ন লোকসভা ভোটে বহরমপুর লোকসভা কেন্দ্রে দল যদি প্রার্থী করে, তাহলে ভোটে দাঁড়াতে তিনি প্রস্তুত। বুধবার বড়ঞার সুন্দরপুর মোড়ে তৃণমূলের এক সভায় এমনই কথা জানালেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের কার্যকারী সভাপতি হুমায়ুন কবীর। তিনি বলেন, “আমাদের নেতৃত্বরা যদি মনে করেন আমাকে প্রার্থী করবেন। তাতে আমার আপত্তি নেই।” এ দিনের সভায় হাজির ছিলেন জেলার প্রাক্তন সভাধিপতি সিদ্দিকা বেগম, বহরমপুর পুরসভার বিরোধী দলনেতা প্রদীপ নন্দী-সহ জেলার নেতৃত্বরা।

বোমাবাজির অভিযোগ কংগ্রেস-তৃণমূলের বিরুদ্ধে
বোমাবাজিতে জড়ানোর অভিযোগ উঠল কংগ্রেস ও তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সালারের মালিহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার রাইগ্রামের এই ঘটনায় জখম হয়েছেন উভয় পক্ষের চার জন। কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “বোমাবাজির ঘটনায় কয়েকজন জখম হয়েছেন। কী কারণে বোমাবাজি হয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ফুলবাবু শেখ নামে এক তৃণমূল সমর্থক সর্ষের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন কংগ্রেস সমর্থক ওই ব্যক্তিকে মারধর করে। তাঁর চিৎকার শুনে ভাইকে বাঁচাতে ছুটে আসেন ফুলবাবুর দাদা সাজামাল শেখ। সেই সময় কংগ্রেস সমর্থকরা বোমা ছোঁড়ে বলে অভিযোগ। উল্টো দিকে ফুলবাবু ও সাজামালের উপর হামলার খবর পেয়ে এলাকার তৃণমূল সমর্থকরা কংগ্রেস সমর্থকদের উপর পাল্টা আক্রমণ করে বলে অভিযোগ। চলে উভয়পক্ষের বোমাবাজি। কান্দি হাসপাতালের বিছানায় শুয়ে ফুলবাবু বলেন, “আমরা তৃণমূলের সমর্থক হওয়ায় কংগ্রেস সমর্থকরা এমন হামলা চালাল।” তৃণমূলের ভরতপুর-২ ব্লক কমিটির সভাপতি মহম্মদ কাওসার হোসেন বলেন, “লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া শুরু হয়েছে। তাতেই দিশেহারা হয়ে কংগ্রেস সমর্থকরা আমাদের সমর্থকদের উপর হামলা চালিয়েছে।” কংগ্রেসের অবশ্য দাবি, তৃণমূলের আক্রমণ প্রতিহত করতেই তারা পাল্টা আক্রমণ করেছে। কান্দি মহকুমা কংগ্রেস কমিটির সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, “ভিত্তিহীন অভিযোগ। তৃনমূলরাই প্রথমে বোমাবাজি করেছে।”

চাপড়ায় সভা তৃণমূল ছাত্র-যুবার
লোকসভা ভোটের পর কেন্দ্রে সরকার গঠনের চাবি থাকবে মমতা বন্দ্যোপাধায়ের কাছে। তিনিই হবেন রাজনীতির প্রধান চালিকাশক্তি। বুধবার চাপড়ায় তৃণমূল যুবার সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল ছাত্র-যুবার সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি সিপিএম ও কংগ্রেসকে আক্রমণ করলেও বিজেপি বা নরেন্দ্র মোদীর প্রতি আক্রমণ তেমন তীব্র ছিল না। শুধু তিনি বলেন, “আমাদের ব্রিগেড সমাবেশের কিছু দিন পর বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী সভা অনেক কথা বলছেন। কিন্তু তিনি জানেন না আগামী তিন মাস পরে দিল্লির মসনদে কে বসবে তা ঠিক করে আগামী দিনের নতুন ভারত গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর আমলে নানা অত্যাচারের কথা তুলে তিনি বলেন, “জঙ্গলমহলে ভোর চারটে পর্যন্ত লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিয়েছে। এটা গনতন্ত্রের জয়। যে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় উদ্বুদ্ধ হয়ে সিপিএম ও কংগ্রেস থেকে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন তাতে এ বারের বিধানসভায় ওরা প্রার্থী খুঁজেই পাবে না।”

রেল লাইন ধার থেকে উদ্ধার দেহ
রেল লাইনের ধার থেকে উদ্ধার হল এক বৃদ্ধের মৃতদেহ। বুধবার সকালে নদিয়ার রানাঘাট-গেদে শাখার নতুন গ্রাম এলাকায় ফরেস্টের কাছে ডাইন রেল লাইনের ধার থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, কানাইলাল সরকার (৬৫) নামে ওই ব্যক্তি পেশায় কলা বিক্রেতা। তিনি হাঁসখালির তারকননগর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.