সোচিতে তেরঙা উঠবে রবিবার
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
১২ ফেব্রুয়ারি |
সোচি শীতকালীন অলিম্পিকের গেমস ভিলেজে ভারতের পতাকা উঠবে ১৬ ফেব্রুয়ারি। আইওএ-র উপর থাকা নিষেধাজ্ঞা আইওসি মঙ্গলবার তুলে নেওয়ার পরই সোচি গেমসে ভারতের পতাকা ওঠার কথা বলেছিল আইওসি। যে অনুষ্ঠানের অপেক্ষায় ছিলেন গেমসে ভারতীয় প্রতিনিধি দল। ভারতের শীতকালীন গেমস ফেডারেশনের সচিব রোশন লাল ঠাকুর সেচিতে বলেন, “১৬ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের জন্য আমরা এতদিন অধীর হয়ে অপেক্ষা করছিলাম।” সোচি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া ভারতের তিন অ্যাথলিট দেশের পতাকা নিয়ে হাঁটতে পারেননি। তখনও আইওএ-র উপর নিষেধাজ্ঞা থাকায় আইওসি-র পতাকাতেই হাঁটতে হয়েছিল তাঁদের।
|
রাজ্য ক্যারাটেতে রানার্স মুর্শিদাবাদ |
মেদিনীপুরের তমলুকে অনুষ্ঠিত ১৯ তম রাজ্য ক্যারেটে প্রতিযোগিতায় রানার্স হয়েছে লালবাগের মুর্শিদাবাদ মার্শাল আর্ট ক্লাব। ৪টি গোল্ড, ৭টি সিলভার, ৭টি ব্রোঞ্জ জয়ী হওয়ায় তাদের মোট পয়েন্ট দাঁড়ায় ৩৭। ওই ক্লাবের সঙ্গে যুগ্ম রানার্স হয়েছে আয়োজক সংস্থা তমলুকের বীরেন্দ্র শিবির ক্লাব। গত ৮-৯ ফেব্রুয়ারি দু’দিন ব্যাপী ওই প্রতিযোগিতার আয়োজন করা হয় তাম্রলিপি পাবলিক স্কুলে। প্রতিযোগিতায় রাজ্যের ১৩টি দল যোগ দেয়। |
পুরস্কার হাতে মুর্শিদাবাদ মার্শাল আর্ট ক্লাবের সদস্যরা। —নিজস্ব চিত্র। |
মুর্শিদাবাদ মার্শাল আর্ট ক্লাবের সম্পাদক তথা প্রশিক্ষক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই প্রতিযোগিতায় আমাদের ক্লাবের ১৮ জন শিক্ষার্থী যোগ দেয়। বয়স ও ওজন দুটি বিভাগে যোগদান করে ৪টি গোল্ড, ৭টি সিলভার, ৭টি ব্রোঞ্জ জয়লাভ করে তারা।” তার মধ্যে দিপ্যায়ন মণ্ডল ২টি এবং অনামিকা দাস ও কৌশিক দাস ১টি করে গোল্ড পেয়েছে। ১৩৫ পয়েন্ট সংগ্রহ করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ‘রাহা কাপ’ জয়ী হয়েছে গড়িয়া উদয়ন সঙ্ঘ।
|
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে কোপা দেল রে-র ফাইনালে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় পর্বে রিয়াল ২-০ (দু’পর্ব মিলিয়ে ৫-০) হারায় গতবারের চ্যাম্পিয়ন আটলেটিকো মাদ্রিদকে। পর্তুগিজ মহাতারকা দুটি গোলই করেন পেনাল্টি থেকে। ম্যাচের সাত ও সতেরো মিনিটে গোল করে গতবার ফাইনালে হারের মধুর প্রতিশোধ নেন রোনাল্ডো। বিরতিতে সিআর সেভেনকে লক্ষ্য করে গ্যালারি থেকে উড়ে আসে লাইটারও।
|
চলতি বছরে ভারতের প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ৫ মার্চ ম্যাচটি হবে গোয়ার নেহরু স্টেডিয়ামে। ওই দিনই আবার ফিফার ‘ফ্রেন্ডলি ম্যাচ ডে’। ভারত ও বাংলাদেশ এখনও পর্যন্ত ৩০টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ১৭ বার। বাংলাদেশ পাঁচবার। আটটি ম্যাচ ড্র। শেষ সাক্ষাতেও দুই প্রতিবেশী রাষ্ট্রের ম্যাচ (২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপে) অমীমাংসিত ভাবে শেষ হয়।
|
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ২ রানে জিতল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ১৬৮-৭ করার পর বাংলাদেশের টপ অর্ডার ভাল জবাব দেয়। তামিম ইকবাল (৩০), শামসুর রহমান (২২), সাকিব আল হাসান (২৬) টিমের স্কোর ১০০ পার করে দেন। শেষ ওভারে বাংলাদেশকে ১৭ রান তুলতে হত জিততে। অনামূল হক (৫৮) তিনটে বাউন্ডারি-সহ ১৪ রান তুললেও শেষ বলে তাকে ফেরান থিসারা পেরেরা (২-৪২)। বাংলাদেশ থেমে যায় ১৬৬-৭।
|
৯৮ রানে চার উইকেট। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার এই চাপ সামলে অস্ট্রেলিয়াকে টানলেন শন মার্শ (১২২ ব্যাটিং)। যোগ্য সঙ্গত স্টিভেন স্মিথের (৯১ ব্যাটিং)। তাঁদের পঞ্চম উইকেটে ১৯৯ রানের অপরাজিত পার্টনারশিপের জোরে প্রথম দিনের শেষে অজিদের প্রথম ইনিংসে স্কোর ২৯৭-৪। ডেল স্টেইনের (২-৫৪) আগুনে পেসের সামনে বড় রান পাননি ডেভিড ওয়ার্নার (১২) ও অজি ক্যাপ্টেন মাইকেল ক্লার্ক (২৩)। |