অনুমতির বাইরে অতিরিক্ত গাছ কাটার অভিযোগে রেঞ্জ অফিসারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল গ্রামবাসী। বুধবার ডেবরায় বন দফতরের রেঞ্জ অফিসের ঘটনা। গ্রামবাসীর অভিযোগ, সবং-ডেবরা সড়ক সম্প্রসারণের জন্য ২৯৫টি গাছ কাটার কথা থাকলেও প্রায় হাজার খানেক গাছ কেটে পাচার করা হয়েছে। গোটা বিষয়টি জানা সত্ত্বেও বন দফতর কোনও পদক্ষেপ করেনি। এ নিয়ে তদন্তের দাবি তুলে তাঁরা এ দিন বিক্ষোভ দেখান।
বন দফতর সূত্রে খবর, ওই ২৭ কিলোমিটার রাজ্য সড়কের দু’ধারেই বট, অশ্বত্থ, খিরিশ, দেবদারু-সহ নানা রকমের গাছ রয়েছে। এগুলি পূর্ত দফতরের জমিতে থাকায় মালিকানাও তাদের। তবে গাছ কাটার অনুমতি দেয় বন দফতর। গত বছর সবং-ডেবরা রাস্তার সংস্কার ও সম্প্রসারণের জন্য কিছু গাছ কাটা জরুরি ছিল পূর্ত দফতর সূত্রে খবর। সেই মত ২০১৩ সালের ১৯ জুলাই পূর্ত দফতরকে ২৯৫টি গাছ কাটার অনুমতি দেয় বন দফতর। বিধি মেনে টেন্ডার দেয় পূর্ত দফতর। কিন্তু গ্রামবাসীদের দাবি, বিপুল পরিমাণ অতিরিক্তি গাছ কাটা হয়েছে। গ্রামবাসীকে সমর্থন করে বিক্ষোভে সামিল হয় জেলা কাষ্ঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি। সংগঠনের সম্পাদক শেখ গোলাম মহম্মদের অভিযোগ, প্রথমে গ্রামবাসী ভেবেছিলেন হাজার খানেক গাছ কাটার অনুমতি রয়েছে। তাই এত দিন সবাই চুপ ছিলেন। সম্প্রতি জানা যায়, মাত্র ২৯৫টি গাছ কাটার অনুমতি দিয়েছিল বন দফতর। বাড়তি গাছ পূর্ত দফতর ও বন দফতরের কর্তাদের প্রশ্রয়ে পাচার হয়েছে বলেও অভিযোগ। রেঞ্জ অফিসার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ মেটে। রেঞ্জ অফিসার মাণিক মাণ্ডি জানান, “অনুমতির চেয়ে বেশি গাছ কাটার অভিযোগ এসেছে। আমি এলাকায় গিয়ে তদন্ত করব।” |