ফুট ওভারব্রিজ আছে। অথচ তা ব্যবহার না করে রেললাইন পেরিয়ে প্ল্যাটফর্মে উঠতে যাচ্ছিলেন দুই বোন। সে সময়ে দ্রুতগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেলেন তাঁরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়া-বর্ধমান কর্ড শাখার বারুইপাড়া স্টেশনে। রেল পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ইরা চক্রবর্তী (৫৬) এবং রিনা মুখোপাধ্যায় (৭৫)। ইরাদেবীর বাড়ি শিয়াখালার পাতুলে। রিনাদেবী খানাকুলের রঘুনাথপুরের বাসিন্দা। এ দিন দু’জনে শিবপুরে তাঁদেরই অন্য এক বোনের বাড়িতে যাচ্ছিলেন। রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দুপুর দেড়টা নাগাদ ওই দু’জন বারুইপাড়া স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে উঠতে যাচ্ছিলেন। তখনই নিউ জলপাইগুড়ি-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস প্রচণ্ড গতিতে ডাউন ২ নম্বর লাইনে ঢুকছিল। রিনাদেবীরা তা খেয়াল করেননি। ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে কামারকুণ্ডু জিআরপি এসে দেহ দু’টি উদ্ধার করেন। আজ, বৃহস্পতিবার দেহ ময়না-তদন্তে পাঠানো হবে বলে রেল পুলিশ জানিয়েছে। বহু স্টেশনেই ফুট ওভারব্রিজ বা সাবওয়ে থাকা সত্ত্বেও যাত্রীরা লাইন পেরিয়ে প্ল্যাটফর্মে ওঠানামা করেন। রেলের মাইকে বারে বারে ঘোষণা করা হয়, সাবওয়ে বা ওভারব্রিজ ব্যবহার করার জন্য। কিন্তু তাতে কর্ণপাত করেন না যাত্রীরা। ফলে সব সময়েই দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। তদন্তকারীদের অবশ্য অনুমান, এ ক্ষেত্রে হয় তো বয়সের কারণেই দুই বোন ওভারব্রিজে না উঠে রেললাইন পার হচ্ছিলেন ট্রেন ধরার জন্য।
|
সম্প্রতি উত্তরপাড়া বসন্ত বাহার সংস্থার পঞ্চম বার্ষিক উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন হয়ে গেল। গণভবনে আয়োজিত অনুষ্ঠনে অমর্ত্যা চট্টোপাধ্যায় কত্থক নৃত্য পরিবেশন করেন। সংস্থার পক্ষে স্থানীয় মুক-বধিরদের একটি বিদ্যালয়কে আর্থিক সাহায্য করা হয়। সংস্থার তরফে বিশিষ্ট তবলা বাদক গোবিন্দ বসু এবং শঙ্খ চট্টোপাধ্যায়কে সম্বর্ধিত করেন সম্পাদক সোমনাথ চট্টোপাধ্যায়। কন্ঠসঙ্গীত পরিবেশন করেন পম্পিয়া রায়চৌধুরী, বিপ্লব মুখোপাধ্যায়। উদ্যোক্তারা জানিয়েছেন, অনুষ্ঠানে তবলা-লহরায় ছিলেন রাহুল পোফালী, বেহালায় বিশ্বজিৎ রায়চৌধুরী। অনুষ্ঠান শুনতে বহু শ্রোতা এসেছিলেন। |