রানিগঞ্জের কলেজে আলোচনা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ গার্লস কলেজে। —নিজস্ব চিত্র।
|
দু’দিনের আলোচনা শুরু হল রানিগঞ্জ গার্লস কলেজের সেমিনার হলে। বুধবার অধিবেশনের প্রথম দিনে ‘বহুরূপে সম্মুখে তুমি স্বামী বিবেকানন্দ’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন কলকাতা রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষে স্বামী শ্বাশতানন্দ, আসানসোল রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী সুখানন্দ ও কলেজ পরিচালন সমিতির সভাপতি সুহৃদ বসু মল্লিক। বৃহস্পতিবারেও এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
|
কয়লার লরি আটক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিন লরি কয়লা আটক করেছে। গ্রেফতার করা হয়েছে তিন জনকে। রানিগঞ্জের আমরাসোঁতা মোড় থেকে আটক করা হয় এক লরি অবৈধ কয়লা। পুলিশ জানায়, ইসিএলের ভুয়ো চালান নিয়ে এই কয়লা পাচার করা হচ্ছিল। রানিগঞ্জেই বাঁশরা মোড় থেকে ধরা হয় এক লরি কয়লা। সালানপুর থেকেও এক লরি কয়লা আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
|
বধূ নির্যাতনে গ্রেফতার দুই |
বধূ নির্যাতনের অভিযোগে এক মহিলার স্বামী ও তাঁর এক আত্মীয়কে গ্রেফতার করেছে রানিগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম পাপ্পু রাউথ ও বাবুলাল কোইরি। রানিগঞ্জের হিল বস্তি এলাকায় বাড়ি থেকেই পুলিশ তাদের ধরেছে। পুলিশের কাছে ওই থানা এলাকার বাসিন্দা রুবি রাউথ অভিযোগ করেন, তাঁর সঙ্গে ২০১১ সালের এপ্রিলে পাপ্পুর বিয়ে হয়েছিল। গত ৪ ফব্রুয়ারি তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।
কর্তৃপক্ষ জানান, দাবিগুলি ঊচ্চ কর্তৃপক্ষকে জানানো হবে।
|
বেতন বৃদ্ধি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরন-সহ কয়েক দফা দাবিতে বুধবার রানিগঞ্জের প্রধান ডাকঘর বন্ধ রেখে বিক্ষোভ দেখাল ডাকঘর কর্মী সংগঠন। বিক্ষোভকারীরা জানান, আজ, বৃহস্পতিবারও বিক্ষোভ হবে।
|
বিবেকানন্দ প্রথমিক বিদ্যালয়ের নতুন দু’টি ঘরের উদ্বোধন করলেন জামুরিয়ার পুরপ্রধান ভাস্কর বন্দোপাধ্যায়। তিনি জানান, সর্বশিক্ষা অভিযান তহবিল থেকে পাওয়া টাকায় এই ঘর তৈরি হয়েছে। |