একটি ছোট গাড়ির সঙ্গে পাট বোঝাই ট্রাকের মুখোমুখি ধাক্কায় মালদহের ধূমাদিঘি গ্রামের কাছে ১৬ জন বরযাত্রীর মৃত্যু হয়েছে। বরযাত্রীদের গাড়িটি নিয়ম ভেঙে পাশের লেনে চলে গিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদহের রসিলাদহের রাধা রামের সঙ্গে উত্তর দিনাজপুরের রসখোয়ার মাগনাভিটা গ্রামের পেশায় রাজমিস্ত্রি সত্যম রাজবরের বিয়ে ছিল সোমবার। বিয়েতে মাগনাভিটা গ্রাম থেকে পাঁচটি গাড়িতে ৬২ জন বরযাত্রী গিয়েছিলেন। ভোর সাড়ে পাঁচটা নাগাদ বর ও কনেকে রসিলাদহেই রেখে বেশ কয়েকজন বরযাত্রী চারটি গাড়িতে করে মাগনাভিটা রওনা হয়ে যান। প্রথম তিনটি গাড়ি নির্বিঘ্নে চলে গিয়েছিল আগে। চতুর্থ গাড়িটিতে ছিলেন মোট ১৬ জন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে, ধূমাদিঘির কাছে গিয়ে চার লেনের জাতীয় সড়কের উল্টো দিকের লেনে উঠে পড়েছিল বরযাত্রীদের ওই গাড়িটি। সামনে আসছিল ট্রাকটি। ট্রাকচালক জানিয়েছেন, ঠিক তখনই তাঁর ট্রাকটিকে ওভারটেক করতে চেষ্টা করছিল আর একটি ছোট গাড়ি। বরযাত্রীদের গাড়িটির সামনে তাই দু’টি গাড়ি পড়ে যায়। ছোট গাড়িটির সঙ্গে প্রথমে ধাক্কা লাগে, তারপরে ট্রাকটিকে ধাক্কা দেয় বরযাত্রীদের গাড়িটি। ওই ছোট গাড়িটির অবশ্য খোঁজ মেলেনি। |
এ দিন ঘটনার কথা শুনে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি মর্মাহত। মৃতদের প্রত্যেকের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার।”
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ১৩ জন। তিন জনকে গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম গৌতম রাজবর (৪২), রাজকুমার রাজবর (৪৫), রঞ্জন রাজবর (২০), সুনীল রাজবর (২০), গণেশ রাজবর (৫০), গোপীচন্দ্র রাজবর (১৩), সুভাষ রাম (৪০), অচিন্ত্য রাজবর (৩০), চঞ্চল রাজবর (২৮), সুভাষ রাজবর (৪৫), সন্তোষ রাজবর (২৬), কালু রাম (২৮), সুরেশ রায় (৫০), গোপাল রায় (৩২), নিতু রাজবর (২৮) এবং গাড়ির চালক মনসুর আলম (৩৫)।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রচন্ড গতিতে চলছিল বরযাত্রীদের ওই গাড়িটি। মালদহ থেকে গাজলের মধ্যে ৩৪ নম্বর জাতীয় সড়কে কোথাও চার লেনের কাজ শেষ হয়েছে। কোথাও কাজ চলছে। ট্রাকচালক জীতেন্দ্র সিংহ জানান, তিনি ঠিক লেনেই যাচ্ছিলেন। তাঁর কথায়, “আমার গাড়ি ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে ছিল। দুর্ঘটনার সময়ে আমার ট্রাককে ওভারটেক করছিল অন্য একটি ছোট গাড়ি। তখনই সামনের দিক থেকে বরযাত্রীর গাড়িটি চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীর গাড়িটি প্রথম ওই গাড়িটিকে ধাক্কা দেয়, তারপরে ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।” ডিআইজি (মালদহ রেঞ্জ) সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “কী করে বরযাত্রীদের গাড়িটি রাস্তার উল্টো লেনে চলে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ট্রাকচালককে ধরা হয়েছে। বরযাত্রীদের গাড়িটির সঙ্গে প্রথমে যে ছোট গাড়িটির সামান্য ধাক্কা লেগেছিল, সেটিরও খোঁজ করা হচ্ছে।” |