বিনামূল্যে স্বাস্থ্য শিবির হল পটাশপুর থানার আড়গোয়ালের কালির বাজার এলাকায়। বিবেকানন্দ সেবা সঙ্ঘের উদ্যোগে এই শিবিরে প্রায় পাঁচশো জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
|
চিকিৎসায় গাফিলতির দায়ে সুপ্রিম কোর্ট ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতাল এবং সেখানকার কয়েক জন চিকিৎসককে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার যে-নির্দেশ দিয়েছে, তার বিরুদ্ধে রিভিউ পিটিশন বা পুনর্বিবেচনার আবেদন করছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। মঙ্গলবার ওই সংগঠন জানায়, আবেদন নাকচ হলে তারা আইন কমিশনের দ্বারস্থ হবে। সংগঠনের সম্পাদক নরেন্দ্র সাইনি বলেন, “আমরা শাস্তির বিরুদ্ধে নই। কিন্তু ক্ষতিপূরণের মাপকাঠি থাকা উচিত। এ ক্ষেত্রে ইচ্ছাকৃত গাফিলতি ছিল না। তবু এমন কড়া শাস্তি দেওয়া হলে ভবিষ্যতে তরুণ প্রজন্ম এই পেশায় আসার ব্যাপারে দ্বিধায় থাকবেন।” প্রসঙ্গত, চিকিৎসায় গাফিলতির জেরে অনুরাধা সাহা নামে এক রোগিণীর মৃত্যুর ঘটনায় গত ২৪ অক্টোবর কলকাতার একটি বেসরকারি হাসপাতালকে পাঁচ কোটি ৯৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
|
আফগানিস্তানে তিন বছরের এক শিশুকন্যার পোলিও ধরা পড়ার পর দেশের সমস্ত শিশুকে পোলিও টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক স্বাস্থ্যকর্মীর দাবি, ১০ বছরে কেউ পোলিও-য় আক্রান্ত হয়নি আফগানিস্তানে। অন্য দিকে, মঙ্গলবার পাকিস্তানে জঙ্গি হানার শিকার হল পোলিও শিবির। খাইবার পাখতুনখোয়া প্রদেশের পোলিও শিবির লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাতে নিহত হন পাহারায় থাকা এক পুলিশকর্মী। আহত আরও এক জন। |