টুকরো খবর |
তৃণমূলের প্রস্তুতি সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আগামী সোমবার মেদিনীপুরে তৃণমূলের সমাবেশ রয়েছে। প্রধান বক্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ মুকুল রায়। জেলা জুড়ে প্রস্তুতি সভা করছে তৃণমূল। মঙ্গলবার মেদিনীপুরের বিদ্যাসাগর হলে দলের শহর কমিটির ডাকে এক সভা হয়। ইতিমধ্যে বিনপুর- ১ (লালগড়), বিনপুর-২ (বেলপাহাড়ি), গড়বেতা-২ (গোয়ালতোড়)-সহ জেলার বিভিন্ন ব্লকে প্রস্তুতি সভা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি সদর শহরে সমাবেশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তৃণমূলের এই সমাবেশ তারই পাল্টা বলে মনে করছে রাজনৈতিক মহল। মনে করা হচ্ছে, মেদিনীপুরের সমাবেশে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে সব অভিযোগ বুদ্ধবাবু করেছেন,তারই জবাব দেবেন মুকুলবাবু। বার্তা দেবেন, তৃণমূল শৃঙ্খলাপরায়ণ, দায়িত্বশীল দল। মানুষ যা চেয়েছে, গত আড়াই বছরে তার থেকে বেশি উন্নয়ন হয়েছে। মুকুল রায়ের সমাবেশে রেকর্ড জনসমাগম হবে বলে দাবি করেছেন জেলা তৃণমূল সভাপতি দীনেন রায়।
|
শিশু সুরক্ষায় সচেতনতা শিবির
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
|
মেদিনীপুর কলেজে সভা। |
শিশু সুরক্ষায় গুরুত্ব দিয়ে পঞ্চায়েত প্রতিনিধিদের সচেতনতা শিবির হল কেশিয়াড়িতে। মঙ্গলবার কেশিয়াড়ির রবীন্দ্রভবনে জেলা পরিষদের উদ্যোগে ও কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ওই শিবিরে কেশিয়াড়ি ও নারায়ণগড় ব্লকের সব গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি ও কর্মাধ্যক্ষরা যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিশু ও নারী সুরক্ষা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ কাবেরী চট্টোপাধ্যায়, কেশিয়াড়ির বিডিও অসীম নিয়োগী প্রমুখ। বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলে শিবির। ছিল আলোচনাসভা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বাল্যবিবাহ, শিশুশ্রমিক, শিশুদের তামাক সেবন সম্পর্কে সচেতন করা হয়। প্রতিটি থানার মাধ্যমে ও পঞ্চায়েত প্রতিনিধিদের দ্বারা কী ভাবে এই সব সমস্যার মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা হয়।
|
বৈঠকে টিএমসিপি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ছাত্র সংসদের নব-নির্বাচিত সাধারণ সম্পাদকদের নিয়ে মঙ্গলবার মেদিনীপুরে এক বৈঠক করল তৃণমূল ছাত্র পরিষদ। কলেজগুলোর ইউনিট সভাপতিদেরও বৈঠকে ডাকা হয়েছিল। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি প্রমুখ। কেন এই বৈঠক? টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ বলেন, “সামনে আমাদের কিছু কর্মসূচি রয়েছে। সেসব কর্মসূচি নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।”
|
কোথায় কী |
বুধবার
কার্ড বিলি
খড়্গপুরের খরিদা বিশ্বকর্মা মন্দিরে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার দু’দিন ব্যাপী শিবিরের সূচনা।
বেলা ১০টায় উপভোক্তাদের কার্ড বিলি ও পুনর্নবীকরণ অনুষ্ঠান।
প্রতিবন্ধী সহায়তা
কেশিয়াড়ির স্কুল পরিদর্শকের অফিস প্রাঙ্গণে স্কুল শিক্ষা দফতরের উদ্যোগে
প্রতিবন্ধী পড়ুয়াদের প্রতিবন্ধী সরঞ্জাম বিলি। অনুষ্ঠানের সূচনা বেলা ১২টায়।
|
|