অপহরণ-কাণ্ডে ধৃত আরও দুই
নিজস্ব সংবাদদাতা |
নিউ আলিপুরের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার হল জেলবন্দি আরও দু’জন। পুলিশ জানায়, আলিপুর জেলে বন্দি ওই দুই যুবকের নাম রাজেশ্বর নষ্কর ও মুদাস্সর নাজার। সোমবার অপহরণ কাণ্ডে ধৃত জেলবন্দি সঞ্জিত পুরকায়েতকে জেরা করেই তাদের নাম জেনেছে পুলিশ। গোয়েন্দারা জেনেছেন, জেলে বসে সঞ্জিতরা ব্যবসায়ীদের টোপ দিয়ে দক্ষিণ ২৪ পরগনার কোনও জায়গায় ডেকে এনে ছিনতাই করাত। তাতেও রোজগার না বাড়ায় অপহরণের ছক কষে সঞ্জিত। গোয়েন্দারা জেনেছেন, ওই চক্রের সঙ্গে আরও ৪-৫ জন জড়িত। তাদের খোঁজ চলছে। গোয়েন্দারা জানান, ৫ ফেব্রুয়ারি অপহৃত হন নিউ আলিপুরের তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী প্রবীণ চাঁচড় এবং তাঁর সঙ্গী। সঞ্জিত জেল থেকে প্রবীণকে ফোন করে জয়নগর যেতে বলেন। প্রবীণ জয়নগর পৌঁছলে সঞ্জিতের পরিচিত দুই যুবক মোটরবাইক চেপে এসে তাঁদের অপহরণ করে। গোয়েন্দারা জেনেছেন, ৬ ফেব্রুয়ারি রাতে সোনারপুরের কাছে এক জায়গায় প্রায় সাত লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ওই ব্যবসায়ী ছাড়া পান।
|
ভ্রমণপ্রিয় বাঙালিদের এ বার ফিলিপিন্সে ডাকছে সেখানকার পর্যটন দফতর। কলকাতায় রোড-শো করে মঙ্গলবার পর্যটন কর্তারা জানান, কলকাতা থেকে হংকং বা ব্যাঙ্কক ঘুরে বিমানে ম্যানিলা যাতায়াত, সেখানে থাকা-খাওয়া, দু’তিনটি শহরে বেড়ানো নিয়ে ৫ রাত, ছ’দিনের জন্য জন প্রতি খরচ প্রায় ৬০ হাজার টাকা। সে দেশের পর্যটন দফতরের প্রধান রেমন্ড গ্লেন অগাস্টিন জানান, শুধু রাজধানী ম্যানিলা নয়, আশপাশের সেবু, বোহোল, দাভাও, পালাওয়ান-এর মতো ছোট ছোট শহরও পর্যটকদের টানছে। ভারতে ফিলিপিন্সের পর্যটন দফতরের মার্কেটিং-এর দায়িত্বে রয়েছে সঞ্জিত। তিনি বলেন, “২০১২-১৩ আর্থিক বছরে ভারত থেকে প্রায় ৫৫ হাজার পর্যটক যান সেখানে। ২০১৩-১৪ সালে তা প্রায় ৬৫ হাজারের কাছাকাছি পৌঁছবে। পাঁচ বছর আগে সংখ্যাটি ছিল ১২ হাজার। সিঙ্গাপুর, তাইল্যান্ড, মালয়েশিয়া ছাড়াও ভারতের পর্যটকেরা যাচ্ছেন ফিলিপিন্সেও।” জানালেন, বহু ক্ষেত্রে ব্যাঙ্কক, হংকং-এর সঙ্গে ফিলিপিন্সকে জুড়ে ১০-১২ দিনের প্যাকেজ-ট্যুরে বেরোচ্ছেন অনেকেই।
|
তপসিয়ায় তৃণমূল ভবনের অদূরে তাদের বাইপাস লোকাল কমিটির কার্যালয় দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ করল আরএসপি। কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ড থেকে আরএসপি কর্মী-সমর্থকেরা রবিবার যখন ব্রিগেড সমাবেশে যান, তখন ওই কার্যালয় শাসক দলের লোকজন দখল করে নেয় বলে অভিযোগ।
|
লাইনে পয়েন্টের গণ্ডগোলের জেরে মঙ্গলবার রাতে দমদম স্টেশনে আধ ঘণ্টারও বেশি সময় থেমে থাকে নৈহাটি লোকাল। ক্ষিপ্ত যাত্রীরা অবরোধে নামায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। |