দেশের গাড়ি শিল্পের হাল ফেরাতে ফের কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করল সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)।
গাড়ি শিল্পের এই সংগঠনের ডেপুটি ডিরেক্টর জেনারেল সুগত সেন জানান, এ বারের অবস্থা ২০০৮-’০৯ সালের মন্দার সময়ের চেয়েও খারাপ। তখন কেন্দ্রের ত্রাণ প্রকল্পের হাত ধরে ঘুরে দাঁড়াতে পেরেছিল গাড়ি শিল্প। কিন্তু এ বার এক দিকে যাত্রী গাড়ির বিক্রিতে ভাটার টান, অন্য দিকে দেশের আর্থিক বৃদ্ধির হার কম থাকার জেরে টানা ২৩ মাস বাণিজ্যিক গাড়ি বিক্রি কমা এই দুইয়ের চাপে নাভিশ্বাস এই শিল্পের। এই অবস্থায় আগামী সপ্তাহে ভোট অন অ্যাকাউন্টের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।
সিয়ামের আশা, ভোট অন অ্যাকাউন্টে গাড়ি শিল্পের জন্য উৎপাদন শুল্ক কমানোর মতো ব্যবস্থা নেবে কেন্দ্র। ভারী শিল্পমন্ত্রী প্রফুল্ল পটেল ইতিমধ্যেই অর্থ মন্ত্রকের কাছে বিষয়টি নিয়ে চিঠি পাঠিয়েছেন। সেখানে বাণিজ্যিক গাড়িগুলির উৎপাদন শুল্ক কমিয়ে ৮% করার আবেদন জানিয়েছেন তিনি। বর্তমানে যা ১২%। সামগ্রিক ভাবে দেশে তৈরি গাড়ির উপর ১২-৩০% হারে উৎপাদন শুল্ক ধার্য করা রয়েছে।
এ দিকে, শুল্ক কমানো ছাড়া আরও সুযোগ সুবিধা দাবি করেছে সিয়াম। সোমবারই নয়াদিল্লিতে শেষ হয়েছে অটো-এক্সপো। সেখানে বিভিন্ন সংস্থাই নিজেদের প্রায় ৭০টি নতুন গাড়ি দেখিয়েছে। আগামী দিনে এই অটো-এক্সপোর হাত ধরে দেশের বাজার কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করেছেন সুগতবাবু। এ দিনই জানুয়ারি মাসের বিক্রির পরিসংখ্যান প্রকাশ করেছে সিয়াম। এই সময়ে দেশে গাড়ি বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৭.৫৯%। দাঁড়িয়েছে ১,৬০,২৮৯টিতে। তবে বেড়েছে দ্বিচক্রযানের বিক্রি। |