প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাতিল হয়নি উড়ান। আর তার জেরেই মাঝ আকাশে ভেঙে পড়ল আলজিরীয় সেনাবাহিনীর একটি বিমান। এই দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৯৯ জনের। একটি স্থানীয় বেসরকারি চ্যানেলের অবশ্য দাবি, মৃতের সংখ্যা ১০৩। কেউ বেঁচে গিয়েছেন কি না তা এখনও জানা যায়নি। শুরু হয়েছে উদ্ধারের কাজ। আলজিরিয়া সেনার তরফে জানান হয়েছে, ওই বিমানে ছিলেন বেশ কিছু সেনা এবং তাঁদের পরিবারের লোকজন। সব মিলিয়ে যাত্রী সংখ্যা ছিল শতাধিক। আলজিরিয়ার মরু শহর তামাঁরাসে থেকে বিমানটি যাত্রা শুরু করে কনস্ট্যান্টাইনের উদ্দেশে। কিছু ক্ষণ পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উম আল বুয়াঘির কাছে ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঝোড়ো হাওয়া এবং তুষারপাতের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিমানটির ব্ল্যাক বক্সের খোঁজ পেলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা।
|
প্রেক্ষাগৃহে বোমা বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। মোট তিনটি বোমা বিস্ফোরণে জখম হয়েছেন ২০ জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পেশোয়ারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশোয়ারের সব চেয়ে পুরনো সিনেমাহলে মঙ্গলবার ওই বিস্ফোরণ ঘটে। ওই হলের মালিক ক্ষমতাশালী বিলুর পরিবার। পরিবারটির কিছু সদস্য আওয়ামি ন্যাশনাল পার্টির প্রবীণ নেতা। পুলিশের দাবি, বিস্ফোরণের ব্যাপারে জঙ্গিদের থেকে হুমকি চিঠি পাচ্ছিলেন হল মালিক। হলের বাইরে মেটাল ডিটেক্টর বসানোর ব্যাপারে তাঁকে বলাও হয়েছিল। কিন্তু তাতে তিনি কান দেননি বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে। সাম্প্রতিক কালে এই নিয়ে দ্বিতীয় বার পেশোয়ারের কোনও সিনেমাহলে এই ধরনের বিস্ফোরণ হল।
|
বাস দুর্ঘটনায় এক ভারতীয়ের মৃত্যুকে ঘিরে প্রতিবাদের জেরে সিঙ্গাপুরের ৪০ বছরের ইতিহাসে প্রথম দাঙ্গা হয়েছে। তার শাস্তি হিসেবে ভারতে ফেরত পাঠানো হয়েছে ৫২ জনকে। তবে সিঙ্গাপুরের ওই বাস চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে মঙ্গলবার জানিয়ে দিল সরকার। দেশের অ্যাটর্নি জেনারেল জানান, ঘটনায় বাস চালকের কোনও দোষ ছিল না। তাই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করার সিদ্ধান্ত হয়েছে।
|
১৯৪৯ সালে চিনের গৃহযুদ্ধের প্রায় ৬৫ বছর পর এই প্রথম মুখোমুখি বৈঠকে বসলেন চিন-তাইওয়ানের আধিকারিকেরা। বৈঠকে আলোচনার বিষয়বস্তু জানা যায়নি। তবে দু’দেশের সম্পর্কের জটিলতা কাটানোই মূল লক্ষ্য বলে সরকারি সূত্রে খবর। |