মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে আসানসোল মহকুমায় বাস চলাচলের সমস্যা মিটল। মহকুমাশাসক অমিতাভ দাস জানিয়েছেন, বিবাদমান দুই পক্ষ সোমবার রাতে বৈঠক করে তাঁদের সমস্যা মিটিয়ে নিয়েছেন। মঙ্গলবার সকাল থেকেই মহকুমার সর্বত্র স্বাভাবিক ভাবে বাস চলাচল করেছে। রবিবার ব্রিগেডের জনসভায় যে সব বাস ভাড়ায় গিয়েছিল. সেগুলিকে সোমবার রাস্তায় নামতে দেননি আইএনটিটিইউসি প্রভাবিত আসানসোল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের নেতা কর্মীরা। ফলে সোমবার সারা দিন আসানসোলে যাত্রী হয়রানি হয়। এই ঘটনা শোনার পরে সমস্যা নিরসনে নামেন আসানসোলের মহকুমাশাসক অমিতাভ দাস।
|
নতুন জমি নিবন্ধীকরণ কার্যালয় তৈরি হয়েছে কুলটিতে। মঙ্গলবার ওই কার্যালয়ের উদ্বোধন করেন রাজ্যের কৃষীমন্ত্রী মলয় ঘটক ও ক্ষুদ্র,কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। মলয়বাবু এ দিন বলেন, আসানসোলে এত দিন একটি মাত্র জমি নিবন্ধীকরণ কার্যালয় ছিল, গোটা মহকুমার মানুষজনকে সেখানে যেতে হত। ফলে দূরদুরান্তের লোকজন সমস্যায় পড়তেন। তাঁদের সুবিধার জন্য কুলটি ও সালানপুর থানা এলাকার জন্য পৃথক এই নিবন্ধীকরণ কার্যালয়টি গড়া হয়েছে। |