মহিলাদের মারধর, অভিযোগ শান্তিপুরে
নিজস্ব সংবাদদতা • কৃষ্ণনগর |
মদ খাওয়ার জন্য টাকা চেয়েছিল স্থানীয় দুই যুবক। সেই টাকা না দেওয়ায় ও তাদের জুলুমের প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে ভাঙচুর ও মহিলাদের মারধরের অভিযোগ উঠল এলাকার ওই দুই যুবকের বিরুদ্ধে। ওই ঘটনায় দু’জন মহিলা জখম হয়েছেন। তাঁদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে শান্তিপুরের বড়বাজার সি আর দাস রোড এলাকায়। অভিযোগ, এলাকার একটি বাড়িতে ঢুকে মদ খাওয়ার জন্য টাকা চায় স্থানীয় দুই যুবক। ঘটনার প্রতিবাদ করায় বাড়ির লোকজনকে মারধর করা হয়। অভিযুক্ত ওই দু’জন পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
খোরজুনা ধর্ষণ কাণ্ডে পড়শিদের সাক্ষ্যগ্রহণ |
খোরজুনা ধর্ষণ কাণ্ডে মৃতার স্বামীর সাক্ষ্য গ্রহণের পর শুরু হল ওই মহিলার প্রতিবেশীদের সাক্ষ্য গ্রহণ পর্ব। সোমবার কান্দি মহকুমা আদালতের ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়ের এজলাসে ওই মহিলার এক প্রতিবেশী সাক্ষ্য দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জানুয়ারি থেকে ওই কাণ্ডের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। তারপর ছয়দিন ধরে সাক্ষ্যগ্রহণ চলে মৃতার স্বামীর। এ দিন দুপুর ২টো থেকে টানা দু’ঘণ্টা ধরে সাক্ষ্য দেন মৃতার ওই পড়শি। সরকার পক্ষের আইনজীবী উপল রায় ও সুনীল চক্রবর্তী তাঁর সাক্ষ্য নেওয়ার পর অভিযুক্ত পক্ষের আইনজীবী সফিউর রহমান ও সনাতন স্বর্ণকার সাক্ষ্য গ্রহণ করেন। এ দিন আরও এক পড়শির সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও সময়ের অভাবে তা সম্ভব হয়নি। ২০১৩ সালের জুন মাসে খোরজুনার এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে পুলিশ প্রকাশ দাস নামে এক পড়শি যুবককে গ্রেফতার করে।
|
ব্রিগেড থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় জখম হলেন ৬ জন। রবিবার রাতে তেহট্ট থানার বেতাই বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। এদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জন ভর্তি রয়েছেন তেহট্ট মহকুমা হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। জখম সকলেই বেতাই বাজার এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্রিগেড থেকে ফেরার পথে মারুতি ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা মারতে দুর্ঘটনাটি ঘটে। অন্য দিকে, ছোট গাড়ির ধাক্কায় জখম হয়েছে এক ছাত্রী। সোমবার দুপুরে বহরমপুর-সাঁইথিয়া রাজ্য সড়কের উপর বড়ঞার আন্দির মোড় সংলগ্ন এলাকার ঘটনা। পুতুল দে নামে ষষ্ঠম শ্রেণীর ওই ছাত্রী রাস্তা পার হওয়ার সময় গাড়িটি তাকে ধাক্কা মারে। তবে বাসিন্দারা গাড়ির চালককে ধরে ফেলেন। পরে তাঁকে গ্রেফতারও করা হয়। গাড়িটিকে আটক করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রী মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা স্কুলের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রি অফিসের উদ্বোধন হল কৃষ্ণগঞ্জে। সোমবার কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের পুরনো ভবনে এই অফিসের উদ্বোধন করেন রাজ্যের খাদি ও গ্রামীন শিল্প দফতরের চেয়ারম্যান গৌরীশঙ্কর দত্ত। গত বছর ৭ মার্চ তারিখে এই ভবনে সাব রেজিস্ট্রি অফিসের দ্বারোদ্ঘাটন করেছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। আবারও একই দফতরের উদ্বোধন হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। নদিয়া জেলা রেজিস্টার সুজন মাইতি অবশ্য দাবি করেন, “এর আগে ভবনের দ্বারোদ্ঘাটন হয়েছিল। কিন্তু দফতরের কাজ শুরু হয় নি।” গৌরীশঙ্করবাবুও বলেন, “ আজ এই দফতরের কাজের সূচনা অনুষ্ঠান হল। আমি তারই উদ্বোধন করলাম।”
|
দলীয় পতাকা পোড়ানো এবং পতাকা ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়ার প্রতিবাদে সোমবার নবদ্বীপে পথসভা করলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী পুণ্ডরিকাক্ষ সাহা। অভিযোগ, গত কয়েকদিন ধরে নবদ্বীপ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়া ও পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তির সিপিএমের দিকে। মন্ত্রী বলেন, “এক শ্রেণির মানুষ নবদ্বীপের শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছেন। তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা।” অভিযোগ অস্বীকার করে সিপিএমের নবদ্বীপ লোকাল কমিটির সম্পাদক গৌর কাপুরিয়া বলেন, “সিপিএমের কেউই এর সঙ্গে যুক্ত নয়।”
|
বোমা ফেটে গুরুতর জখম হয়েছে বছর তিনেকের এক শিশু। সোমবার দুপুরে নাকাশিপাড়ার বিলকুমারীর ঘটনা। দেবরাজ দফাদার নামে ওই শিশুকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে শিশুটি বাড়ির উঠোনে মায়ের পাশে বসে ছিল। সেই সময় আচমকা বাড়ির ভিতরে বোমা ফাটলে জখম হয় দেবরাজ। বোমাটা ওখানে ফাটল কী করে তা খতিয়ে দেখছে পুলিশ।
|
আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বাবলু সর্দার হাঁসখালির বেতনা কুঠিরপাড়া এলাকায়। রবিবার পুলিশ তাকে গ্রাম থেকে গ্রেফতার করে। তার থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি মিলেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে সমাজবিরোধী কাজকর্মের পাশাপাশি একটি খুনেরও অভিযোগ রয়েছে।
|
পঞ্চায়েত অফিসের তালা ভেঙে চুরি হল কম্পিউটার, ল্যাপটপ-সহ গুরুত্বপূর্ণ নথি। রবিবার রাতে তেহট্ট থানার হাসপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ওই পঞ্চায়েতের প্রধান সিপিএমের সাধন বিশ্বাস বলেন, “সকালে অফিসে এসে দেখি তালা ভাঙা। এরপর পুলিশে খবর দেওয়া হয়’’
|
এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে নওদার পাটিকাবাড়ি মোড় থেকে ইন্দ্রজিৎ মণ্ডল (৩৫) নামে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, পাটিকাবাড়ি অঞ্চলের ওই বাসিন্দা মাদকাসক্ত ছিলেন। |