|
খড়্গপুরে মনোজ তিওয়ারি
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
|
এক ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে খড়্গপুরে এলেন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। রবিবার রাতে খড়্গপুর ‘গ্রিন অ্যাকাডেমি’ আয়োজিত দু’দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার শেষ দিনে এসেছিলেন মনোজ। |
|
খড়্গপুরের সুভাষপল্লিতে চলছে ফাইনাল খেলা। |
গত দু’বছর বন্ধ থাকার পর এ বার ফের টুর্নামেন্টটি হল। ১৩তম বর্ষে টাটানগর, ওড়িশা, বাংলা মিলিয়ে মোট ১৬টি দল যোগ দেয়। শহরের সুভাষপল্লি বিএনআর ময়দানে রবিবার প্রতিযোগিতার ফাইনাল খেলা চলাকালীন মাঠে আসেন মনোজ তিওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন খড়্গপুরের এসডিপিও সন্তোষকুমার মণ্ডল, আইসি অরুণাভ দাস প্রমুখ। |
|
খেলোয়াড়দের সঙ্গে করমর্দন ভারতীয়
দলের
ক্রিকেটার মনোজ তিওয়ারির। —নিজস্ব চিত্র। |
ফাইনালে প্রথম ব্যাট করতে নেমে ৫ ওভারে ৭১ রান করে ‘রেডফিল্ড খড়্গপুর’। ‘ইউনাইটেড খড়্গপুর ৫ ওভারে তোলে ৬৪ রান। প্রতিযোগিতার জয়ী দল রেডফিল্ডকে ৫০ হাজার টাকা নগদ ও রানার্স ইউনাইটেডকে ৩০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। জয়ী দলের রাজা কুমারকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার দেওয়া হয়। উদ্যোক্তা কমিটির সম্পাদক খোকন সরকার বলেন, “খড়্গপুরের খেলার মাঠগুলির পরিকাঠামোর অভাবে তরুণদের খেলার প্রতি আগ্রহ কমছে। সেই কারণে গত দু’বছর প্রতিযোগিতা বন্ধ করেছিলাম। নবীন প্রজন্মকে চাঙ্গা করতেই ফের প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।” |
|