নারী নির্যাতন রুখতে এবং এ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্যোগী হল আরামবাগ মহকুমা পুলিশ। আরামবাগ থানা থেকে সরিয়ে আরামবাগের সার্কেল ইনস্পেক্টরের পরিচালনায় চালু হয়েছে জরুরি পুলিশি পরিষেবা কেন্দ্র। যেখানে মহিলারা ১০০ নম্বরে ফোন করে স্বচ্ছন্দে তাঁদের অভিযোগ জানাতে পারবেন। মহকুমার চারটি থানায় চালু হয়েছে পৃথক মহিলা ডেস্কও। এ ছাড়াও, মহিলাদের উপর হিংসাত্মক ঘটনা রুখতে প্রচুর পোস্টার ও ফেস্টুন সাঁটা হয়েছে মহকুমার চারটি থানা (আরামবাগ, গোঘাট, খানাকুল এবং পুড়শুড়া) এলাকার গ্রামগঞ্জের মোড়ে, বাসস্ট্যান্ডে এবং স্কুল-কলেজে। ১০০ নম্বরের পুলিশি পরিষেবা আগেও ছিল আরামবাগে। দীর্ঘদিন ধরে তা পরিচালনা করছিলেন আরামবাগ থানার এএসআই পদমর্যাদার কোনও অফিসার। কিন্তু ওই নম্বরে ফোন করে সাহায্য চাওয়ার পরেও পুলিশ তো আসতই না, উল্টে থানায় গিয়ে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হত বলে অভিযোগ ছিলই সাধারণ মানুষের। আরামবাগের (এসডিপিও) শিবপ্রসাদ পাত্র বলেন, “১০০ নন্বরে বহু অপ্রয়োজনীয় ফোনও আসে। সেই কারণে কিছু ত্রুটি হয়ে থাকতে পারে। সেই অপব্যবহার এখনও বন্ধ হয়নি। পুলিশ সুপারের নির্দেশেই দফতরটিকে সুষ্ঠু ভাবে পরিচালনা করা হবে। অযথা যাতে ওই নম্বরে কেউ ফোন না করেন, সে ব্যাপারে প্রচার চালানো হচ্ছে।” শীঘ্রই চারটি থানা এলাকার সব স্কুল-কলেজে সচেতনতা শিবিরও ধারাবাহিক ভাবে শুরু হবে বলেও এসডিপিও জানান।
|
সম্প্রতি বালি সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে ছ’দিন ব্যাপী সৌমেন চারুকলা উৎসব আয়োজিত হল গ্রন্থাগারের হলে। উদ্যোক্তারা জানিয়েছেন, এ বছর এই উৎসব ২২ বছরে পড়ল। উৎসবের আর্থিক সহযোগিতা করেছে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর। অনুষ্ঠানে ছবি আঁকা, আবৃতি, বিতর্ক, প্রশ্নোত্তর-সহ বিভিন্ন বিষয়ে ১৮০০ প্রতিযোগী যোগ দিয়েছিলেন। উৎসবে প্রতিযোগিতা ছাড়াও আলাদা করে শিল্পী শিবিরের আয়োজন করা হয়। সেখানে রাজ্যের উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পীরা। তাঁদের কেউ ছবি আঁকেন, কেউ তৈরি করেন মাটির মূর্তি। শিল্পী শিবিরে আঁকা ছবি বিক্রিও করা হয়।
|
আমতার মুক্তিরচক গ্রামের স্বাভাবিক পরিবেশ ফেরাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৫ দিন ওই এলাকায় যাবেন উলুবেড়িয়া (উত্তর) তৃণমূল বিধায়ক নির্মল মাজি। সোমবার মুক্তিরচক বাজারে তিনি কয়েক জনের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “একই পরিবারের দুই মহিলাকে গণধর্ষণে মূল অভিযুক্ত-সহ সকলেই ধরা পড়লেও এলাকায় এখনও স্বাভাবিক পরিবেশ ফেরেনি। মানুষ আতঙ্কিত। গ্রামে দীর্ঘদিন উন্নয়নও হয়নি।” |