টুকরো খবর
অস্বাভাবিক মৃত্যু যুবকের
এক যুবকের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, মৃতের নাম মোহন চট্টোপাধ্যায় (৩০)। তাঁর বাড়ি লাভপুরের তারা মা ডাঙায়। পরিবার সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় ওই যুবক বাড়ি থেকে বেরিয়েছিল। এ দিন সকালে স্থানীয় একটি স্কুল লাগোয়া নিম গাছের ডালে তাঁর দেহ ঝুলতে দেখা যায়। পুলিশ জানায়, ওই যুবক অত্যধিক মদ্যাসক্ত ছিলেন। থানায় তাঁর বিরুদ্ধে নানা অসামাজিক কাজের অভিযোগও রয়েছে। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে পুলিশ এখনও কিছু বলতে পারছে না। তারা আপাতত ময়না-তদন্তের রিপোর্টের অপেক্ষা করছেন। অন্য দিকে, সাঁইথিয়ার ৫ নম্বর রেল লাইন থেকে সোমবার এক যুবকের দেহ উদ্ধার করেছে রেল পুলিশ। মৃতের নাম সামু শেখ (২২)। কষাইপট্টি এলাকায় তাঁর বাড়ি। রেললাইন পার হওয়ার সময়ে কোনও মালগাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। দেহটি হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় শিশুর মৃত্যু, অবরোধ
দাদুর হাত ধরে মাঠে গরু নিয়ে যাচ্ছিল শিশুটি। পিছন থেকে একটি বাস ধাক্কা মারলে সে চাকার তলায় চলে যায়। সোমবার সকালে মাড়গ্রাম থানার রামপুরহাট-চাঁদপাড়া রাস্তায় হওয়া ওই দুর্ঘটনায় সিটন মারজিৎ (৫) নামে ওই শিশুটির মৃত্যুকে ঘিরে উত্তেজনা তৈরি হয় এলাকায়। দুপুরে ময়না-তদন্তের পরে মৃতদেহটি গ্রামে পৌঁছলে বাসিন্দাদের একাংশ তা রাস্তায় রেখে ক্ষতিপূরণের দাবিতে চাঁদপাড়া মোড়ে প্রায় ৪ ঘণ্টা ধরে পথ অবরোধ করেন। অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছলে মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ কর্মীদের। পুলিশকে লক্ষ্য করে ঢিলও ছোড়া হয় বলে জানা গিয়েছে। পরে পুলিশেরই মধ্যস্থতায় অবরোধ ওঠে। মাড়গ্রাম থানার ওসি তরুণ চট্টরাজ অবশ্য বলেন, “পুলিশকে লক্ষ্য করে কেউ ঢিল ছোড়েননি। এলাকায় পুলিশ মোতায়েন আছে। বাস মালিকদের সঙ্গে আলোচনায় বসে মীমাংসার চেষ্টা চালানো হচ্ছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৯টা নাগাদ সিটন তার দাদুর সঙ্গে চাঁদপাড়া-রামপুরহাট রাস্তায় হাঁটতে হাঁটতে মাঠের দিকে গরু নিয়ে যাচ্ছিল। হঠাৎই পিছন থেকে রামপুরহাটগামী একটি বাস সিটনকে ধাক্কা মারে। সে বাসের চাকার তলায় চলে যায়। ঘটনার প্রতক্ষদর্শী জিতেন মারজিৎ বলেন, “আমি ধানের বীজ নিয়ে ওই রাস্তা ধরে মাঠে যাচ্ছিলাম। আচমকা পিছন থেকে বাসের হর্ন শুনে শিশুটি চমকে ওঠে। কিছু বুঝে উঠতেই দেখি বাসের সামনের অংশ বাচ্চাটিকে ধাক্কা মারল। সঙ্গে সঙ্গে বাচ্চাটি বাসের পিছনের চাকায় পিষ্ট হয়।” বাস থামিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। দেহ গ্রামে ফিরতেই এলাকাবাসীর একাংশ বাস মালিককে গ্রামে এসে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাতে শুরু করেন। তখনই শুরু হয় অবরোধ। বীরভূম জেলা বাসমালিক সমিতির সহ-সম্পাদক ইয়ার সেলিম বলেন, “মানবিকতার খাতিরে প্রাথমিক পর্যায়ে শিশুটির দেহ সৎকার করার জন্য টাকা দেওয়া হবে। পরবর্তী কালে আইন মাফিক যা পাওয়া যায় তা-ই দেওয়া হবে।”

জল সমস্যা দুবরাজপুরে
অজয় নদের কাছে পাম্প হাউসে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার থেকে দুবরাজপুর শহরে পরিস্রুত পানীয় জল সরবারাহ বিঘ্নিত হয়েছে। রবিবার বিকেল পর্যন্ত তা স্বাভাবিক হয়নি। এর ফলে শহরের প্রায় ১২৫০ পরিবারে পনীয় জলের জোগান ব্যহত হয়েছে। শহরের আরও বেশ কিছু টাইম কলেও জল আসছে না। এর দায় জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের উপর চাপিয়েছেন পুরপ্রধান পীযূষ পাণ্ডে। পীযূষবাবুর দাবি, “বলা হলেও সময় মতো পাম্প পিএইচই সারানের উদ্যোগ নেয়নি। ফলে সমস্যা তৈরি হয়েছে।” পিএইচই (মেকানিক্যাল)-এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র ধ্রুবজ্যোতি চক্রবর্তী বলেন, “অজয় নদে গভীর নলকূপ বসিয়ে সেই জল তুলে পাইপ লাইনের মধ্য দিয়ে দুবরাজপুর শহরে সরবরাহ করা হয়। কিন্তু নদের বালি ঢুকে পাম্প বিকল হয়েছে। শনিবার থেকেই সারানের চেষ্টা চলছে। সোমবার বিকেলে আংশিক পরিষেবা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবারের মধ্যে স্বাভাবিক পরিষেবা মিলবে।”

নক আউট ক্রিকেট ম্যাচ
সাঁইথিয়া কলেজ মাঠের পরিচালনায় আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে কলেজ মাঠে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী ‘অল বেঙ্গল নক আউট ক্রিকেট প্রতিযোগিতা’। রাজ্যের ১৬টি দল তাতে যোগ দেবে। অন্যতম উদ্যোক্তা সুরজিৎ বসাক জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ৪০ ও ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

পুড়ে ছাই খামার
ভস্মীভূত হয়ে গেল সাঁইথিয়ার বহড়া গ্রামে দু’টি মুরগি খামার। রবিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। দমকলের দু’টি ইঞ্জিন এসেছিল।

কোথায় কী

মহাবীর রাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় (লোহাপুর)
৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.