ব্রিটেনে অনুমোদন বাতিল ভারতীয় সংস্থার |
ইংরেজি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে অনুমোদন বাতিল হল একটি ভারতীয় প্রতিষ্ঠানের। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরাষ্ট্র ছাড়া অন্য দেশের ইংরেজিতে দুর্বল পড়ুয়াদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আলাদা পরীক্ষা দিতে হয় ইংল্যান্ডে। তার নাম ইটিএস। অভিযোগ উঠেছে, অন্যায় ভাবে সেই পরীক্ষায় পাশ করানোর পাশাপাশি পড়ুয়াদের আর্থিক সচ্ছলতা বাড়িয়ে দেখানোর জন্য ভুয়ো শংসাপত্রও বানাত প্রতিষ্ঠানটি। সম্প্রতি বিবিসি-র এক জন সাংবাদিক পড়ুয়া সেজে দেখা করেন ওই প্রতিষ্ঠানের প্রধান বারীন্দ্র বাজারার সঙ্গে। তিনি আশ্বাস দেন, ইংরেজি বলতে না পারলেও ভিসার মেয়াদ বাড়ানোর ব্যবস্থা ঠিক করে দেওয়া যাবে। খরচ পড়বে মাত্র ৫০০ পাউন্ড। যা কি না, ইটিএস পরীক্ষার আসল ফি-এর প্রায় তিন গুণ।
|
দানেও শীর্ষে ফেসবুক স্রষ্টা |
দানধ্যানের তালিকায় শীর্ষ স্থানে নাম উঠল ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের। ২০১৩ সালে তাঁরা সিলিকন ভ্যালির একটি অলাভজনক সংস্থার কাছে ফেসবুকের ১ কোটি ৮০ লক্ষ শেয়ার দান করেছিলেন। যার মূল্য ৯ কোটি ৭০ লক্ষ ডলারেরও বেশি। এক পত্রিকার মতে, সমাজসেবামূলক কাজে এই পরিমাণ অনুদান গত বছর আর কেউ করেননি। |