ছাত্রী অপহরণ করে দাবি ৫ লক্ষ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরন করে দুষ্কৃতীরা ৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার স্কুল যাওয়ার সময় ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। মালদহের রতুয়ার চাঁদপুর বিষনপুর এলাকায় ওই অভিযোগ উঠেছে। রবিবার সকালে ছাত্রীর বাবর কাছে মুক্তিপণ চেয়ে ফোন আসে বলে জানা গিয়েছে। এ দিন সন্ধ্যাতেই ছাত্রীর পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে। অপহরণের ঘটনায় জড়িত দুই স্থানীয় যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। মালদহের জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “অভিযোগ পেয়েই ছাত্রীকে উদ্ধার সহ অভিযুক্তদের ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে। সবরকম সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।” শুক্রবার স্কুলে যাওয়ার পর ছাত্রীটি আর বাড়ি ফেরেনি। পরিবারের তরফে জানানো হয়েছে, গত দু’দিন ধরে ছাত্রীর বন্ধ সহ আত্মীয়দের বাড়িতে কোঁজ চালানো হয়। রবিবার সকালে, ছাত্রীর বাবার মোবাইলে ফোন করে দুষ্কৃতীরা ৫ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে ছাত্রীকে মুক্তি দেওয়া হবে না বলে দুষ্কৃতীরা দাবি করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানানো হয়, অভিযোগ দায়ের হওয়ার পরে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ছাত্রীর বাবা এক জন প্রান্তিক চাষি বলে পুলিশ জানায়। তাঁর কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ কেন চাওয়া হল তা নিয়েও পুলিশ মহলে ধন্দ তৈরি হয়েছে। ছাত্রীর বাবা বলেন, “মেয়ে কোনও বন্ধুর বাড়িতে গিয়েছে বলে প্রথমে পুলিশে অভিযোগ জানানো হয়নি। কিন্তু মুক্তিপণ চেয়ে ফোন আসতে পুলিশের দ্বারস্থ হই।” |
১৮ই জনসভা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
জন-সংযোগ যাত্রার শেষে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জনসভা করে লোকসভার প্রচার শুরু করবে কংগ্রেস। ১৮ ফেব্রুয়ারি গঙ্গারামপুর ফুটবল মাঠে জনসভা করবে কংগ্রেস। রবিবার জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বলেন, “এআইসিসির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ খান, প্রাক্তন প্রদেশ সভাপতি মানস ভুঁইয়া সহ প্রদেশ নেতারা ওই জনসভা থেকে ভোটের প্রচার শুরু করবেন।” |
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
বিদ্যুতের খুঁটি নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে খুঁটির তলায় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম চালক সহ আরও দু’জন। মালদহের চাঁচলের জালালপুর শ্মশানঘাটের কাছে রবিবার বিকালে ওই দুর্ঘটনায় মৃত কালাম আলি (৩০) রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। এ দিন মালতিপুর থেকে বিদ্যুতের খুঁটি নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরটি উল্টে যায়। |
সেনা ও পুলিশের যৌথ অভিযানে দু’টি পিস্তলও কার্তুজ সহ ধরা পড়েছে তিন যুবক। রবিবার কোকরাঝাড় জেলার বগরিবাড়ি থানা এলাকার টিপকাই গ্রামে ঘটনাটি ঘটেছে। ধৃতদের নাম লিংকন মুসাহারি, মাকথান মুসাহারি এবং বাসের মুসাহারি। ধৃত তিন জনেই কোকরাঝাড়ের পাটগাঁও গ্রামের বাসিন্দা। উদ্ধার হয় দুটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি ম্যাগাজিন সহ কয়েক রাউন্ড তাজা গুলি, ৩টি মোবাইল। এ দিন টিপকাই সেনা ছাউনির ১৮ মাহার রেজিমেন্ট সেনার জওয়ান, কোকরাঝাড় জেলা পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালায়। অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ সিংহ পানেস্বর জানান, ধৃতরা অস্ত্র ব্যবসায়ী মনে হচ্ছে। |
লোকসভা নিবার্চনের জন্য প্রস্তুতির কাজে গোয়ালপোখরে একটি কর্মিসভা করল কংগ্রেস। রবিবার পাঞ্জিপাড়ায় ওই কর্মিসভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রের নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি, বিধায়ক গোলাম রব্বানি সহ কংগ্রেসের ব্লকের নেতারা। এলাকার চারটি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে ওই কর্মিসভার আয়োজন করা হয়। বিধায়ক গোলাম রব্বানি জানান, “লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্যই ওই কর্মিসভার আয়োজন হয়েছিল। ভোটে নেতা-কর্মীদের কাজ ভাগ করে দেওয়ার জন্য বিভিন্ন কমিটিও গঠন করা হয়েছে।” |