টুকরো খবর
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ
জলপাইগুড়ির তিনটি ওয়ার্ডের শতাধিক কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের দাবি। রবিবার সন্ধ্যায় দলত্যাগী কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের উত্তরবঙ্গ কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব। রায়কতপাড়া মোড়ে এক জনসভায় শহরের ১, ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের তরফে জানানো হয়। গৌতমবাবু বলেন, “জলপাইগুড়ির উন্নয়নের স্বার্থে কিছু দিনের মধ্যেই একটি নাগরিক কনভেনশন ডাকা হবে।” ছিলেন জেলা তৃণমূল সভাপতি চন্দন ভৌমিক, জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। যদিও এ দিন জেলা কংগ্রেসের তরফে জানানো হয়েছে, দলের কোনও নেতা বা কর্মী তৃণমূলে যোগ দেননি। জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষদস্তিদার বলেন, “দলবদল নিয়ে নাটক চলছে। সাধারণ বাসিন্দা এবং নেতা কর্মীরা দলের সঙ্গে রয়েছেন। আমরা ভীত নই।”

ফের বোর্ড কংগ্রেসের
প্রধান এবং উপপ্রধান দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর অনাস্থা ডেকে খড়িবাড়ি পানিশালি পঞ্চায়েত বোর্ড ভেঙে দিয়েছিল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। এ বার ফের ওই গ্রাম পঞ্চায়েতে তারাই বোর্ড গড়তে তৎপর হয়েছে। আগামী মঙ্গলবার বোর্ড গঠন হতে চলেছে। ফাঁসিদেওয়া বিধানসভা যুব কংগ্রেস সভাপতি কাঞ্চন দেবনাথ বলেন, “আমরাই ওই গ্রাম পঞ্চায়েত বোর্ড ফের গড়ার ক্ষেত্রে আশাবাদী। প্রধান কাকে করা হবে তা শীঘ্রই চূড়ান্ত হবে।” গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, খড়িবাড়ি-পানিশালি গ্রাম পঞ্চায়েতে মোট ১৩ টি আসন রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ৮ টি, বামফ্রন্ট ৪ টি এবং নির্দল প্রার্থী একটি আসনে জয়ী হয়। তৃণমূল আসন পায়নি। কংগ্রেসের প্রধান পরিমল সিংহ, উপপ্রধান অনিল মিঞ্জ এবং এক নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেন। গত ২৪ জানুয়ারি অনাস্থা ডেকে বোর্ড ভাঙা হয়।

জলের দাবি
পানিঘাটা চা বাগানে গিমিক লাইনে পানীয় জলের সমস্যা নিয়ে সরব হল পানিঘাটা আদিবাসী সাংস্কৃতিক ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে সংস্থার তরফে অভিযোগ তোলা হয় চা বাগানের ওই শ্রমিক বস্তিতে অন্তত ৫০০ পরিবার জলকষ্টে ভুগছে। গরমের মরসুমে পরিস্থিতি আরও খারাপ হবে। মহকুমা পরিষদ থেকে দীর্ঘদিন আগে নলকূপের সাহায্যে ওই চা বাগানে জল তোলার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু চা বাগানের স্বাস্থ্য কেন্দ্রের কাছে সেই সরবরাহ লাইন কয়েকটি জায়গায় ভাগ হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। তাতে গিমিক লাইন-সহ কয়েকটি শ্রমিক বস্তিতে জল সরবরাহে সমস্যা হচ্ছে।

প্রবীণদের সম্মান
প্রবীণ খেলোয়াড়দের সম্মান জানাল সদ্য প্রাক্তনীরা। রবিবার সকাল থেকে আলিপুরদুয়ার টাউন ক্লাব মাঠে একটি প্রীতি ম্যাচ আয়োজন করে প্রাক্তনীরা। শেষাদ্রি ভূষন সাহা, জয়দীপ নাথরা জানান, ষাট থেকে নব্বইয়ের দশক পর্যন্ত খেলা ৩২ জন খেলোয়াড়দের এ দিন সংবর্ধনা জানানো হয়।

খুলল শিলিগুড়ির কোচবিহার ভবন
ছয় বছর ধরে বন্ধ থাকা শিলিগুড়ির ‘কোচবিহার ভবনের’ তালা খুলল রবিবার। এ দিন কোচবিহারে এক অনুষ্ঠানে ওই ভবনের চাবি জেলাশাসক মোহন গাঁধীর হাতে তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। সেই সঙ্গে কলকাতার সল্টলেকে তৈরি ‘কোচবিহার ভবনের’ পরিকাঠামো উন্নয়ন ও শয্যা-সংখ্যা বাড়াতে উদ্যোগী হচ্ছে জেলা প্রশাসন। এ মাস থেকেই কোচবিহারের বাসিন্দারা অপেক্ষাকৃত কম খরচে সেখানে রাত্রিবাসের সুযোগ পাবেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লাগোয়া এলাকায় তৈরি ওই ভবনটির খুলে যাওয়ায় চিকিৎসা সংক্রান্ত কাজে শিলিগুড়িতে আসা কোচবিহারের বাসিন্দাদের রাত্রিবাসের দুর্ভোগ কমবে বলে প্রশাসন মনে করছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, “৩৫ লক্ষ টাকা ব্যয় করে শিলিগুড়িতে নির্মিত ভবনটির শয্যা-সংখ্যা বাড়ানো ও পরিকাঠামো উন্নয়নের কাজ করা হয়েছে। কলকাতার সল্টলেকে তৈরি ভবনের উন্নয়নে ৮৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ছয় মাসের মধ্যে সে কাজ শেষ হবে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০০১ শিলিগুড়িতে কোচবিহার ভবনটি তৈরি করা হয়। একতলার ওই ভবনে সাকুল্যে ১০ জনের থাকার পরিকাঠামো ছিল। ২০০৮ সালে তা বন্ধ হয়ে যায়। এর পর জানুয়ারিতে মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে নতুনভাবে সজ্জিত ভবনটির উদ্বোধন করেন। এ দিন চাবি হস্তান্তর অনুষ্ঠানে সেখানে জলের পরিকাঠামো উন্নয়নে তাঁর দফতরের মাধ্যমে গভীর নলকূপ বসানোর কথা ঘোষণা করেন। অনুষ্ঠানে সল্টলেকের ‘কোচবিহার ভবনের’ দশা নিয়ে ক্ষোভ উগরে দেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। তিনি বলেন, “সল্টলেকের ভবনটির কী অবস্থা তা আমরা জানি। এমন উদ্যোগ স্বাগত।” পূর্ত দফতরের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “দুটি ভবনের ক্ষেত্রেই অনলাইন বুকিং করা যাবে। জেলাশাসকের মাধ্যমেও বুকিং হবে।”

ছবি তুলতে দেরি, মার খেলেন আধার-কর্মীরা
ছবি তুলতে দেরি হওয়ার অভিযোগ তুলে আধার কার্ডের তথ্য সংগ্রহের কাজে নিযুক্ত কর্মীদের মারধর করে ল্যাপটপ ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। শামুকতলা থানার মহাকালগুড়ি মিশন হাইস্কুলে গত শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। অভিযুক্ত এক বাসিন্দাকে ঘটনার পরেই পুলিশ ধরেছে। শামুকতলা থানার ওসি দীপঙ্কর সাহা বলেন, “শনিবার রাতে আধার কার্ডের ছবি তোলার সময় গোলমাল হচ্ছে এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযুক্ত এক জনকে গ্রেফতার করা হয়েছে।” সকাল থেকে আলিপুরদুয়ার ২ ব্লকের মহাকালগুড়ি হাই স্কুলে আধার কার্ডের ছবি তোলার কাজ শুরু হলেও রাত আটটা পর্যন্ত প্রায় দেড়শো বাসিন্দা লাইনে দাঁড়ানো কেন, এই অভিযোগ তুলে লাইনে দাঁড়ানো কয়েক জন কর্মীদের উপর চড়াও হন বলে জানা গিয়েছে। আধার কার্ড তৈরির দায়িত্বে থাকা বিশ্বজিৎ রায় নামে এক কর্মী বলেন, “এই ধরনের ঘটনার পরে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।” ব্লকের বিডিও সজল তামাং বলেন, “সরকারি কাজে নিযুক্ত কর্মীদের উপর এ ধরনের হামলার ঘটনা নিন্দনীয়।”

ফের মহিলারা আন্দোলনে
পাহাড়ে ষষ্ঠ তফসিল চেয়ে ফের আন্দোলনে নামার কথা ঘোষণা করল জিএনএলএফের মহিলা সংগঠন। রবিবার গোর্খা দুখ নিবারক সম্মেলন হলে সংগঠনের সভায় আন্দোলনের কথা জানানো হয়েছে। সংগঠন সূত্রে দাবি করা হয়েছে, ষষ্ঠ তফসিলের মাধ্যমে দার্জিলিঙের উন্নয়ন সম্ভব। সংগঠনের প্রধান আহ্বায়ক শেরিং দহেল বলেন, “পাহাড়ের বাসিন্দারা সুবাস ঘিসিঙ্গের প্রতি আস্থাশীল। সেই আস্থার মর্যাদা দিতেই ফের ষষ্ঠ তফসিলের দাবিতে আন্দোলন শুরু করা হবে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে ষষ্ঠ তফসিলের বার্তা পৌঁছে দিতেই ফের আন্দোলন করা হবে।” মোর্চার সহ সম্পাদক জ্যোতি কুমার রাই বলেন, “ষষ্ঠ তফসিলের বাস্তব ভিত্তি নেই। আমরা পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএ আদায় করতে পেরেছি। তার মাধ্যমেই উন্নয়ন চলছে।”

প্রশিক্ষণ-কর্মশালা
দু’দিনের কর্মশালা আয়োজন করে দার্জিলিঙের হোটেল কর্মীদের প্রশিক্ষণ দিল পর্যটন সংস্থা। পর্যটন দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে বেসরকারি পর্যটন সংস্থা ইস্টার্ন হিমালয়ান ট্র্যাভেল এন্ড ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন ওই কর্মশালার আয়োজন করেছিল। শনিবার এবং রবিবারে কর্মশালায় ৬৩ জন হোটেল কর্মী অংশ নেন। তাতে পরিবেশন, আপ্যায়ন সহ পেশাদারি কৌশল শেখানো হয়েছে। ভবিষ্যতে এমন আরও কর্মশালার আয়োজন হবে।”

প্রতিবাদ-মিছিল
ডুয়ার্স উৎসবের মাঠে শ্লীলতাহানি করার অভিযোগে প্রতিবাদ মিছিল করল ডিওয়াইএফ, গণতান্ত্রিক মহিলা সংগঠন। শুক্রবার আলিপুরদুয়ারে উৎসবের মাঠে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.